Advertisement
Advertisement
ABVP

কবে শুরু কলেজ-বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া? সল্টলেকে এবিভিপির মিছিল ঘিরে ধুন্ধুমার, আটক একাধিক সদস্য

এবিভিপির বিকাশ ভবন অভিযান ঘিরে ধ্বস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয় পুলিশের সঙ্গে।

police stops rally by ABVP today salt lake, they were protesting for admission in college

বিধাননগরে এবিভিপির বিক্ষোভ ( নিজস্ব চিত্র)

Published by: Monishankar Choudhury
  • Posted:August 18, 2025 2:31 pm
  • Updated:August 18, 2025 2:31 pm   

বিধান নস্কর, বিধাননগর: তিন মাস কেটে গিয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের। কিন্তু এখনও কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিতে ভর্তি প্রক্রিয়া শুরু হয়নি। তারই প্রতিবাদে আজ সোমবার বিকাশ ভবন অভিযানের ডাক দেওয়া হয় বিজেপির ছাত্র সংগঠন এবিভিপির তরফে। আর সেই অভিযান ঘিরেই কার্যত হুলস্থূল বেঁধে যায়। এবিভিপির ১০-১৫ জন সদস্য মিছিল করে বিকাশ ভবনের দিকে এগোতেই পুলিশ তাঁদের আটকায়। যা নিয়ে একেবারে পুলিশের সঙ্গে শুরু হয়ে যায় ধ্বস্তাধস্তি। রাস্তায় বসে পড়েই বিক্ষোভ দেখতে শুরু করেন এবিভিপি সদস্যরা। যা নিয়ে বিধাননগরের রাস্তায় তীব্র উত্তেজনার পরিস্থিতি।

Advertisement

যদিও পুলিশ জোর করে এবিভিপি সদস্যদের টেনে হিজড়ে প্রিজন ভ্যানে তুলে আটক করে নিয়ে যায় বিধাননগর পুলিশ। বলে রাখা প্রয়োজন, চলতি বছরের গত ৭ মে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ হয়। এরপর কেটে গিয়েছে বেশ কয়েকটি মাস। এবিভিপির অভিযোগ, ”পরীক্ষার ফলপ্রকাশের তিনমাস কেটে গিয়েছে। এখনও ভর্তি প্রক্রিয়া শুরু করা হয়নি। প্রশ্নের মুখে বাংলার কয়েক লাখ ছাত্র-ছাত্রীর ভবিষ্যৎ।” আর এই বিষয়ে প্রতিবাদ জানাতেই এদিন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে দেখা করার কথা ছিল। কিন্তুই পুলিশকে জোর করে আটক করে বলে দাবি এবিভিপির।

শুরু কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়গুলিতে ভর্তি প্রক্রিয়া নয়, জয়েন্টের ফলপ্রকাশ নিয়েও তৈরি হয়েছে জটিলতা। মূলত ওবিসি সংরক্ষণ জটে আটকে আছে সমস্ত নিয়োগ প্রক্রিয়া। এই সংক্রান্ত  মামলা এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন। দ্রুত মামলার শুনানির আবেদন রাজ্যের তরফে জানানো হলেও তা খারিজ হয়ে গিয়েছে। আগামী ৯ সেপ্টেম্বর এই সংক্রান্ত মামলার শুনানি হবে। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ