Advertisement
Advertisement

Breaking News

BJP MP Dilip Ghosh

Dilip Ghosh: ‘এলাকার ভোটার নন’, দিলীপ ঘোষকে খড়গপুরের বাংলোয় ঢুকতে বাধা পুলিশের

বাংলাতেই আপাতত রয়েছেন তিনি।

Police serves a notice to BJP MP Dilip Ghosh । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:February 27, 2022 9:17 am
  • Updated:February 27, 2022 9:17 am   

অংশুপ্রতিম পাল, খড়গপুর: নিজের সংসদীয় এলাকায় দিলীপ ঘোষকে (Dilip Ghosh) বাংলোয় ঢুকতে বাধা। পুলিশ তাঁকে নোটিস দিয়ে বাংলোয় ঢুকতে বারণ করে বলে অভিযোগ। ওই এলাকার বাসিন্দা নন, তাই তিনি খড়গপুরে থাকতে পারবেন না বলেই পুলিশের তরফে জানানো হয়েছে। যদিও প্রশাসনের অনুরোধে আমল দিতে নারাজ সাংসদ তথা বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি। বাংলাতেই আপাতত রয়েছেন তিনি।

Advertisement

রবিবার সকাল থেকে খড়গপুরে চলছে ভোটাভুটি। তার আগে শনিবার রাতেই সেখানে পৌঁছে যান দিলীপ ঘোষ। সাংসদের বাংলোয় থাকার সিদ্ধান্ত ছিল তাঁর। সেই মতো সেখানে পৌঁছন। দিলীপ ঘোষ পৌঁছনোমাত্রই পুলিশও সেখানে যায়। সঙ্গে ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেটও। দিলীপ ঘোষকে একটি নোটিস দেওয়া হয়। তাতে উল্লেখ ছিল, দিলীপ ঘোষ খড়গপুরের ভোটার নন। তাই তিনি ভোটের দিন ওই এলাকায় থাকতে পারেন না। এছাড়াও ডেপুটি ম্যাজিস্ট্রেটের দাবি, “যাঁরা রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেন, তাঁরা ভোটের আগের দিন রাতে এসে ওই বাংলোয় থাকতে পারেন না। আর যদি জোর করে থাকেন তবে তা নির্বাচনী বিধিলঙ্ঘন ছাড়া আর কিছুই নয়।” এই যুক্তি দেখিয়ে দিলীপ ঘোষকে এলাকা ছেড়ে চলে যাওয়ার কথা জানান ডেপুটি ম্যাজিস্ট্রেট।

[আরও পড়ুন: চকোলেট ভেবে বাবা-মায়ের যৌনশক্তিবর্ধক ওষুধ খেয়ে ফেলল পাঁচ বছরের শিশু! তারপর…]

তবে ডেপুটি ম্যাজিস্ট্রেটের কথায় মোটেও পাত্তা দেননি দিলীপ ঘোষ। তিনি বলেন, “আমি এখানকার সাংসদ। খড়গপুরে বহু লোক আছেন যাঁরা এখানকার ভোটার নন। আমি শুধুমাত্র একজন রাজনৈতিক নেতা নই। আমি সাংসদ। তাই এই এলাকাতেই থাকব। যদি নির্বাচনী বিধিভঙ্গ হয় তবে ব্যবস্থা নিন।” ভোটের আগে এলাকায় বহিরাগতর তাণ্ডবেরও অভিযোগ তুলেছেন খড়গপুরের বিজেপি সাংসদ। নিজের অবস্থান স্পষ্ট করে বাংলোতেই থাকবেন বলেই সাফ জানান দিলীপ ঘোষ।

বিজেপি সাংসদের দাবি, উপনির্বাচনের সময়েও খড়গপুরেই ছিলেন তিনি। তৃণমূলের অঙ্গুলিহেলনেই বাংলোয় পুলশি হানা দিয়েছে বলেই দাবি দিলীপ ঘোষের। যদিও সে অভিযোগ কার্যত উড়িয়ে দিয়েছে বাংলার শাসকদল। জেলা সভাপতি সুজয় হাজরার দাবি, “উনি কেন্দ্রীয় বাহিনী নিয়ে শান্ত খড়গপুরে অশান্তি ছড়াবেন। তাই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। নির্দিষ্ট গাইডলাইন মেনে কমিশন কাজ করছে।”

[আরও পড়ুন: ইউক্রেনের প্রেসিডেন্টের ফোনের পরই শান্তির পক্ষে সওয়াল মোদির, প্রয়োজনে সাহায্যে রাজি ভারত]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ