Advertisement
Advertisement
Hooghly

গার্ডেনরিচ, লাভপুরের পর হুগলির পান্ডুয়া, সরস্বতী বিসর্জনের মাইক বন্ধ করতে বলায় মার পুলিশকেই

অভিযোগ, শোভাযাত্রায় তারস্বরে মাইক ও বক্স বাজছিল।

Police officer allegedly beaten in Hooghly

সরস্বতী বিসর্জনের মাইক বন্ধ করতে বলায় মার পুলিশকেই। নিজস্ব ছবি

Published by: Paramita Paul
  • Posted:February 8, 2025 5:09 pm
  • Updated:February 8, 2025 5:20 pm   

সুমন করাতি, হুগলি: গার্ডেনরিচ, লাভপুরের পর এবার হুগলির পান্ডুয়া। ফের আক্রান্ত পুলিশ। সরস্বতী পুজোর বিসর্জনের শোভাযাত্রায় মাইক বন্ধ করতে গিয়ে ইটের আঘাতে মাথা ফাটল এক পুলিশ কর্মীর। বুকে-পিঠে মারাত্মক আঘাত লেগেছে ভিলেজ পুলিশেরও। এই ঘটনাকে কেন্দ্র করে পান্ডুয়া থানা এলাকায়। তবে এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি।

Advertisement

ঘটনাটি ঘটল পান্ডুয়া থানার অন্তর্গত পাঁচগড়া তোরগ্রাম পঞ্চায়েতের নিয়ল ও নপাড়া এলাকায়। আজ সকাল থেকে সরস্বতী পুজোর বিসর্জনের শোভাযাত্রা চলছে। অভিযোগ, সেই শোভাযাত্রায় তারস্বরে মাইক ও বক্স বাজছিল। পুলিশের কাছে খবর পৌঁছতেই পান্ডুয়া থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনারস্থলে উপস্থিত হয়। পুজো কমিটিগুলোকে মাইক বন্ধ করতে বলে। এরপরেই তাদের সঙ্গে পুলিশের বচসা শুরু হয়। পুলিশ মাইক আটক করে গ্রাম থেকে নিয়ে আসতে গেলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে বলে খবর। অভিযোগ, সেই সময় পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ে তারা।

ইটের আঘাতে পান্ডুয়া থানার এএসআই রাজদেব হাজরা ইটের আঘাতে মাথা ফাটে। এছাড়াও ভিলেজ পুলিশ সুদীপ হাজরা পিঠে, বুকের পাঁজরে গুরুতর আঘাত লাগে । তাঁদের পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। গ্রামে বিশাল পুলিশ উপস্থিত আছেন। ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র। তবে এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি।

প্রসঙ্গত, ৬ ফেব্রুয়ারি সরস্বতী পুজোর বিসর্জন ঘিরে উত্তপ্ত খাস কলকাতার গার্ডেনরিচ এলাকা। পরিস্থিতি আয়ত্তে আনতে গিয়ে আক্রান্ত সাব ইন্সপেক্টর ও মহিলা সিভিক ভলান্টিয়ার। সব মিলিয়ে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। 

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ