টিটুন মল্লিক, বাঁকুড়া: পড়াতে গিয়ে ধাপে ধাপে দেড় লক্ষ টাকা চুরির অভিযোগ উঠল গৃহশিক্ষিকার বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার (Bankura) বিষ্ণুপুরে। অভিযোগ, শুধু নগদ টাকাই নয় গয়নাও চুরি করেছেন ওই তরুণীর। ছাত্রীর পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গিয়েছে, ওই শিক্ষিকার নাম প্রার্থনা কোলে। আদতে পুরশুড়ার বাসিন্দা তিনি। সম্প্রতি বাঁকুড়ার বিষ্ণুপুরে একটি বেসরকারি স্কুলে চাকরি পান তিনি। এরপরই বিষ্ণুপুরে থাকতে শুরু করেন। মাস দুয়েক আগে শাঁখারিবাজারে এক ছাত্রীকে টিউশন পড়ানো শুরু করেন প্রার্থনা।
ছাত্রীর পরিবারের অভিযোগ, প্রার্থনা বাড়িতে আসার পর থেকেই তাঁরা বুঝতে পারেন মাঝে মধ্যেই উধাও হয়ে যাচ্ছে টাকা। কিন্তু তাঁরা ভাবতেও পারেননি এর নেপথ্যে মেয়ের গৃহশিক্ষিকা। অবশেষে একদিন প্রকাশ্যে আসে গোটা বিষয়টি। জানা গিয়েছে, পড়াতে গিয়ে বিভিন্ন অছিলায় ছাত্রীকে বাইরে পাঠাতেন প্রার্থনা। সেই সুযোগে ঘর থেকে নিয়ে নিতেন সোনার গয়না, নগদ টাকা। ধাপে ধাপে মোট ১ লক্ষ ৫২ হাজার টাকা নেন তিনি।
বিষয়টি প্রকাশ্যে আসতেই পুলিশের দ্বারস্থ হন ছাত্রীর পরিবারের সদস্যরা। তারপরই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই বিষয়টি জানাজানি হতেই চক্ষুচড়কগাছ প্রার্থনার পরিবারের। বিশ্বভারতীর ছাত্রীর কাছে এহেন কার্যকলাপ আশা করেননি কেউই। পুলিশের তরফে জানানো হয়েছে, ধৃতের থেকে ১ লক্ষ ৩৯ হাজার টাকা ও গয়না উদ্ধার করা হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.