সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: বিজেপির জেলা পরিষদ প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তৃণমূলের। বিধিভঙ্গ নয়, মানবিকতার কারণেই সাহায্য বলে সাফাই বিজেপির। তদন্তে ব্লক প্রশাসন।
ঘটনাটি ঠিক কী? দুর্গাপুর-ফরিদপুর ব্লকের জেলা পরিষদের ৬ নম্বর আসনের বিজেপি প্রার্থী হৈমন্তী বন্দ্যোপাধ্যায় পাঁজার বিরুদ্ধে অভিযোগ যে তিনি নির্বাচনী বিধি ভেঙে ত্রিপল বিলি করেছেন ভোটারদের মধ্যে। বুধ ও বৃহস্পতিবার গৌরবাজার অঞ্চলের মাধাইগঞ্জ মোড়ের আদিবাসী পাড়ায় গিয়ে তিনটি বাড়িতে ত্রিপল বিলি করেন।
এই বিষয়ে বিজেপির পাণ্ডবেশ্বর বিধানসভার আহ্বায়ক তথা জেলা পরিষদের অভিযুক্ত বিজেপি প্রার্থীর স্বামী রূপক পাঁজা জানান, “প্রচার চলাকালীন ওই তিনটি বাড়ির প্রাকৃতিক দুর্যোগের কারণে করুণ অবস্থা। তা আমাদের নজরে আসে। অন্তঃসত্ত্বা বৃষ্টিতে বসে আছেন। এটা দেখে মানবিকতার কারণেই তাঁদের হাতে কম্বল তুলে দিয়েছি। পরিকল্পনা করে বিতরণ করতে আসেনি। যারা এই অভিযোগ তুলছেন তাঁরা চারতলা বাড়িতে থেকে ওই মানুষগুলোর দুর্দশা বুঝবেন না।”
পালটা জবাব তৃণমূলের ব্লক সভাপতি সুজিত মুখোপাধ্যায়ের। তিনি জানান, “আর্থিক দিক থেকে সবথেকে বিত্তশালী দল বিজেপি। তাঁদের আঞ্চলিক স্তরের নেতাদের চালচলন দেখলেই তা বোঝা যায়। সারাবছর দেখা যায় না এখন ভোটের আগে দরদ উথলে উঠছে।” দুর্গাপুর-ফরিদপুর ব্লকের বিডিও দেবজিত দত্ত জানান, “তৃণমূলের তরফে বিধিভঙ্গের একটা অভিযোগ পেয়েছি। তদন্ত শুরু হয়েছে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.