Advertisement
Advertisement
Asansol

আসানসোলে রাস্তায় বসল ব্যারিকেড, গর্তে পড়ে মৃতের পরিবারকে ৮ লক্ষ টাকা সাহায্যের প্রতিশ্রুতি

ওই ঠিকাদার সংস্থাকে ব্ল্যাকলিস্ট করে শাস্তির দাবিও তোলা হয়েছে।

organization promises Rs 8 lakh as assistance to the family of deceased in Asansol

রাস্তাতে বসানো হয়েছে বোর্ড। নিজস্ব চিত্র

Published by: Suhrid Das
  • Posted:May 27, 2025 7:04 pm
  • Updated:May 27, 2025 7:16 pm   

শেখর চন্দ্র, আসানসোল: নির্মীয়মাণ রাস্তার গর্তে সাইকেল নিয়ে পড়ে মারা যান জীবন বাউড়ি। আসানসোলের কুলটির মিঠানিতে রবিবার গভীর রাতে এই ঘটনা ঘটেছিল। সোমবার সকাল থেকে উত্তেজনা ছড়ায়। রাস্তা তৈরির কাজে থাকা ঠিকাদার সংস্থাকে মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের দাবিও ওঠে। সেই দাবি মেনে ওই পরিবারকে ৮ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছে ওই ঠিকাদার সংস্থা। শুধু তাই নয়, আগামী ১২ দিনের মধ্যেই ওই টাকা দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

Advertisement

জীবন বাউরি সালানপুরের দেন্দুয়ায় ছোট একটি ফ্যাক্টরিতে কাজ করতেন। রবিবার রাতে কাজ সেরে তিনি বাড়ি ফিরেছিলেন। তিনি জানতে পারেন রান্নার জন্য প্রয়োজনীয় জ্বালানি নেই বাড়িতে। সাইকেল নিয়ে তিনি রাতেই বেরিয়ে পড়েছিলেন। মিঠানি গ্রামে রাস্তা তৈরির কাজ চলছিল। খরমবাইদ এলাকায় ঢোকার আগে নির্মীয়মাণ রাস্তার একটি গর্তে কোনওভাবে সাইকেলসমেত পড়ে গিয়েছিলেন তিনি। আর উঠতে পারেননি। পরে মধ্যরাতে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। সোমবার বিকেলে মৃতদেহ ময়নাতদন্তের পর ঘটনাস্থলে আনা হয়। ক্ষোভ ছড়ায় স্থানীয়দের মধ্যে। রাতে থানাতেই পরিবারের সদস্যরা, স্থানীয়দের সঙ্গে পুলিশ আলোচনা করে। ওই ঠিকাদার সংস্থার সঙ্গেও কথা বলা হয়। সেখানেই আর্থিক সাহায্যের দাবি তোলা হয়। মৃতের পরিবারকে ৮ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা বলা হয়েছে।

নির্মীয়মাণ ওই রাস্তার গর্তগুলি ঘেরার কাজও শুরু হয়। প্রশাসনের পক্ষ থেকে বিপজ্জনক গর্তের দু’পাশে ব্যারিকেড করা হয়েছে। মঙ্গলবার ঘটনাস্থলে ওই ঠিকাদার সংস্থার এক সুপারভাইজারকে দেখতে পাওয়া যায়। এদিনও ওই এলাকায় স্থানীয়দের ক্ষোভ দেখতে পাওয়া যায়। এদিকে মৃত জীবন বাউরির পরিবার জানান, আর যেন দুর্ঘটনা না ঘটে, সেই ব্যবস্থা নিক প্রশাসন। শুধু টাকা দিয়ে ঘটনা ধামাচাপা দিলে হবে না। ওই ঠিকাদার সংস্থাকে ব্ল্যাকলিস্ট করে শাস্তির দাবিও তোলা হয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ