Advertisement
Advertisement
Operation Sindoor

অপারেশন সিঁদুরের পরই ভারতীয় সেনাকে কুর্নিশ, সুরক্ষা প্রার্থনায় বিশেষ পুজোর আয়োজন হাওড়ায়

এগরায় ১ কুইন্ট্যাল ঘি পুড়িয়ে যজ্ঞ করা হয়।  

Operation Sindoor: BJP offered puja at howrah to praises India Army
Published by: Tiyasha Sarkar
  • Posted:May 8, 2025 3:49 pm
  • Updated:May 8, 2025 7:41 pm   

অরিজিৎ গুপ্ত, হাওড়া: অপারেশন সিঁদুরের (Operation Sindoor) পরই ভারতীয় সেনাকে কুর্নিশ জানিয়েছে সকলে। এই আবহে এবার বিজেপির উদ্যোগে জওয়ানদের মঙ্গল কামনায় পুজোর আয়োজন করা হল হাওড়ার রামরাজাতলায়। পুজো শেষে ইশ্বরের কাছে জওয়ান ও ভারতবাসীর সুরক্ষা প্রার্থনা করলেন বিজেপি নেতারা।

Advertisement

পহেলগাঁও হামলার (Pahalgam Attack)পরই প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়েছিল ভারত। প্রথমেই পাকিস্তানের উপর চাপ বাড়াতে একাধিক চুক্তি বাতিল করা হয়। তারপরই মঙ্গলবার পহেলগাঁওয়ের বদলা অপারেশন সিঁদুর ভারতীয় সেনার। গভীর রাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯ জায়গায় জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় ক্ষেপণাস্ত্র। বাহওয়ালপুরে জইশ-ই-মহম্মদ, মুরাক্কায় লস্কর-ই-তইবা ও হিজবুল মুজাহিদিনর সদর দপ্তর গুঁড়িয়ে দেওয়া হয় বলে খবর। গোটা অপারেশনের নজরদারিতে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাতেই প্রতিরক্ষা মন্ত্রকের তরফে হামলার বিবৃতি দেওয়া হয়। তাতে জানানো হয়, পাকিস্তান এবং পাক অধিকৃত জম্মু-কাশ্মীরে ৯টি জায়গায় জঙ্গিঘাঁটি লক্ষ্য করে ‘প্রিসিশন স্ট্রাইক’ করা হয়েছে।

Operation Sindoor: BJP offered puja at howrah to praises India Army

এই এয়ার স্ট্রাইকের পরই যোগ্য জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। যুদ্ধের আশঙ্কা করছেন অনেকেই। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার হাওড়া সদর বিজেপির জেলা সভাপতি শ্রী গৌরাঙ্গ ভট্টাচার্যের নির্দেশে রামরাজাতলার রাম মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয় সেনাদের মঙ্গল কামনায়। তবে শুধু জওয়ানদের সুরক্ষাই নয়, ভারতের কারও যেন কোনও ক্ষতি না হয়, প্রত্যেকে সুরক্ষিত থাকেন, সেই প্রার্থনাও করা হয় এদিন। এদিন পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ নম্বর ব্লকের বালিঘাই জগন্নাথ জিউ সেবা সমিতির পক্ষ থেকেও ভারতীয় সেনা ও সেনাদের পরিবার-সহ ভারতবাসীর মঙ্গল কামনায় ১ কুইন্ট্যাল ঘি পুড়িয়ে যজ্ঞ করা হয়।  

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ