Advertisement
Advertisement
করোনা

গ্রিন জোন পুরুলিয়ায় করোনার থাবা, প্রথম আক্রান্ত মহারাষ্ট্র ফেরত শ্রমিক

সংক্রমণের আতঙ্কে কাঁটা পুরুলিয়াবাসী।

One more COVID-19 tested positive in west bengal
Published by: Tiyasha Sarkar
  • Posted:May 27, 2020 8:38 am
  • Updated:May 27, 2020 12:32 pm  

সুমিত বিশ্বাস, পুরুলিয়া: লকডাউনের ৬৩ দিন পর গ্রিনজোন পুরুলিয়াতেও থাবা বসাতে সক্ষম হল নোভেল করোনা ভাইরাস। মহারাষ্ট্র ফেরত এক পরিযায়ী শ্রমিকের দেহে মিলেছে করোনার জীবাণু। আর এতেই আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে।

Advertisement

করোনা আক্রান্ত পরিযায়ী শ্রমিকের বাড়ি পুরুলিয়ার রঘুনাথপুর এক নম্বর ব্লকে। পুরুলিয়া জেলা প্রশাসন সূত্রে খবর, সম্প্রতি ওই ব্যক্তি মহারাষ্ট্র থেকে এই জেলায় আসেন। এরপরই নিয়ম মেনে তাঁর নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পাঠানো হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। মঙ্গলবার রাতে রিপোর্ট মিলতেই জানা যায়, তিনি আক্রান্ত। ওই শ্রমিকের সংস্পর্শে থাকা সকলকেই শনাক্ত করে হোম কোয়ারেন্টাইনে রাখা হবে সূত্রের খবর। প্রসঙ্গত, ইতিমধ্যেই পুরুলিয়ার পৌঁছেছেন দেশের বিভিন্ন প্রান্তে কর্মরত ৩৫ হাজারের বেশি পরিযায়ী শ্রমিক। আর এতেই সিঁদুরে মেঘ দেখছেন জেলাবাসী।

[আরও পড়ুন: অভিনব উদ্যোগ! আমফানের তাণ্ডবে উপড়ে পড়া গাছ বসাচ্ছেন ডানকুনির আবাসিকরা]

প্রশাসন সূত্রে খবর, এই জেলায় মঙ্গলবার রাত পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ২৯,২০৯ জন। হোম কোয়ারেন্টাইনে ১৪ দিন অতিক্রান্ত করে ফেলেছেন ৩৭,১১১ জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন ৩৬৯ জন। আইসোলেশনে আছেন ২৯ জন। নাকা পয়েন্টে স্বাস্থ্য পরীক্ষা হয়েছে ৫৪,১৩৯ জনের। নমুনা পরীক্ষা হয়েছে ৮,৭৩৫ জনের। এখন প্রতিদিনই এই জেলা থেকে পাঁচশোর বেশি নমুনা পরীক্ষা হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। এখনও ৭২টি রিপোর্ট আসেনি বলে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর।

[আরও পড়ুন: রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা পেরল ৪ হাজারের গণ্ডি, কমেছে মৃত্যুর হার]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement