Advertisement
Advertisement
Memari

‘ডাইনি’ অপবাদে মেমারিতে অশীতিপর বৃদ্ধা খুন? পুকুরে মিলল দেহ!

ঘটনায় চারজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।

Old woman allegedly killed in memari with witch tag

গ্রেপ্তার চার অভিযুক্ত।

Published by: Suhrid Das
  • Posted:September 5, 2025 3:25 pm
  • Updated:September 5, 2025 3:55 pm  

সৌরভ মাজি, বর্ধমান: ‘ডাইনি’ অপবাদে অশীতিপর বৃদ্ধা খুন! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মেমারিতে। ঘটনায় আপাতত চারজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়েছে। মৃতার নাম লক্ষ্মী হেমব্রম।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি মেমারি থানার দেবীপুর গ্রাম পঞ্চায়েতের গৌরীপুর গ্রামের। ওই গ্রামেরই বছর ৮৪ বয়সের বৃদ্ধা লক্ষ্মী হেমব্রম একাই থাকতেন বাড়িতে। আজ, শুক্রবার সকালে বাড়ির অদূরে একটি পুকুরে ওই বৃদ্ধার মৃতদেহ ভাসতে দেখা যায়। ঘটনা দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে মেমারি থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পুকুর থেকে উদ্ধার করা হয় ওই মৃতদেহ।

বৃদ্ধার শরীরের একাধিক জায়গায় চোট-আঘাতের চিহ্ন দেখা যায়। শুধু তাই নয় বৃদ্ধার বাড়ি থেকে ওই পুকুর পর্যন্ত যাওয়ার মাটির রাস্তায় টেনেহিঁচড়ে কিছু নিয়ে যাওয়ার দাগও দেখা যায়। বাড়ির সামনেই ওই বৃদ্ধাকে খুন করে পুকুরে দেহ ফেলা হয়েছে বলে অভিযোগ। শুধু তাই নয়, স্থানীয়দের অভিযোগ ওই বৃদ্ধাকে ডাইনি অপবাদ দিয়ে খুন করা হয়েছে। পুলিশ তদন্তে নেমে এলাকারই চার ব্যক্তিকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement