সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এতদিন বিজেপি দেশজুড়ে সাম্প্রদায়িক অশান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করছিলেন। এবার বিশেষ একটি রাজনৈতিক দল সংখ্যালঘুদের মধ্যেও উগ্রতা ছড়ানোর চেষ্টা করছে বলে দাবি করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে এবিষয়ে আসাদউদ্দিন ওয়েইসির অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনকেই দায়ী করেন। এই মৌলবাদী শক্তিগুলির দ্বারা প্রভাবিত না হওয়ার জন্য তৃণমূলের কর্মী-সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষকেও সর্তক করেন তিনি।
সোমবার বিকেলে কোচবিহারের জনসভা করতে গিয়ে বিজেপি, কংগ্রেস ও সিপিএমের কড়া সমালোচনা করেন তৃণমূল সুপ্রিমো। এর পাশাপাশি নাম না করে আসাদউদ্দিনের নেতৃত্বাধীন এআইএমআইএমকে আক্রমণ করেন তিনি। বিজেপির কাছ থেকে টাকা নিয়ে সংখ্যালঘুদের মধ্যে এই দলটি উত্তেজনা তৈরি চেষ্টা করছে বলেও অভিযোগ জানান।
এপ্রসঙ্গে তিনি বলেন, ‘রাজনীতি করতে গিয়ে দেখেছি হিন্দুদের মধ্যে উগ্রতা রয়েছে। তবে এখন সংখ্যালঘুদের মধ্যেও উগ্রপন্থার বিষ ঢোকানোর চেষ্টা করছে অনেকে। এরা বিজেপির থেকে টাকা নিয়ে এরাজ্যের অস্থিরতা তৈরির চেষ্টা চালাচ্ছে। হায়দরাবাদ থেকে এরাজ্যে এসে সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। সবাইকে বলব এদের বিরুদ্ধে একজোট হন। কোনও ভাবেই কোনও সংখ্যালঘু ভাইবোন যেন ওদের খপ্পরে না পড়েন সেদিকে খেয়াল রাখবেন। কোনও ভাবে যেন ভুল না হয়। তাহলে উগ্রতার সমর্থক ওই ব্যক্তিগুলির উদ্দেশ্য পূরণ হবে। যা কোনওভাবেই কাম্য নয়। সংখ্যালঘু ভাইবোনদের কাছে অনুরোধ করব কারও উসকানিতেই ভুল করবেন না। ধর্ম যার যার তার, উৎসব সবার। এটা মাথায় রাখলেও আর কোনও সমস্যা হবে না।’
সোমবার বিকেলের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আসাদউদ্দিন ওয়েইসি বা তাঁর দলের নাম নেননি। কিন্তু, হায়দরাবাদের কথা উল্লেখ করে তিনি যে আসাদউদ্দিনের দলকেই টার্গেট করছেন তা স্পষ্ট হয়ে গিয়েছে বলে অভিমত রাজনৈতিক বিশেষজ্ঞদের। বিষয়টি বুঝতে অসুবিধা হয়নি এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসিরও।
মঙ্গলবার তৃণমূল সুপ্রিমোর মন্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি টুইট করেন, ‘আমি যা বলেছি তাকে ধর্মীয় উগ্রপন্থা কখনই বলা যায় না। কারণ আমি বলেছিলাম, বাংলায় অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের তুলনায় মুসলিমদের হাল খুব খারাপ। কোনও উন্নয়নের সুফলই পাননি তাঁরা। আর দিদি যদি হায়দরাবাদ থেকে যাওয়ার জন্য আমাদের ভয় পান। তাহলে তাঁকে উত্তর দিতে হবে যে বিজেপি কী করে ৪২টির মধ্যে ১৮টি লোকসভা আসন পেল।আসলে মমতাই বিজেপিকে জিতিয়েছেন।’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.