বিশ্বজ্যোতি ভট্টাচার্য, শিলিগুড়ি: দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তার কনভয় লক্ষ্য করে ধেয়ে এল একের পর এক ঢিল। ধসে ক্ষতিগ্রস্ত এলাকা খতিয়ে দেখতে আজ, শনিবার রিম্বিক যান বিজেপি নেতা। সেখান থেকে ফেরার পথে তাঁর গাড়ি লক্ষ্য করে একের পর এক ঢিল ছোড়া হয় বলে অভিযোগ। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা এখনও স্পষ্ট নয়। বিজেপি সাংসদ জানিয়েছেন, ”রিম্বিকে গেছিলাম। সেখান থেকে ফেরার পথে সুখিয়াপোখরি এবং ঘুমের মাঝে মাছিধোরা বলে একটি জায়গায় ক্রিমিনালরা আমার গাড়ি লক্ষ্য করে ঢিল ছোঁড়ে। কিন্তু কপাল জোরে সেটি লাগে পুলিশের গাড়িতে।” যদিও ঘটনায় পুলিশের গাড়ির সামনের কাচ ফেটে গেলেও কেউ হতাহত হয়নি বলেই জানিয়েছেন বিজেপি সাংসদ।
গত কয়েকদিন আগের প্রবল বৃষ্টি এবং ভুটান থেকে আসা জলে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় ব্যাপক ক্ষতি হয়। পাহাড়ের বিভিন্ন জায়গায় ধস নামে। শুধু তাই নয়, প্লাবনের পরিস্থিতি তৈরি হয়। যদিও ধীরে ধীরে পরিস্থিতি এখনও অনেকটাই স্বাভাবিক। আতঙ্ক কাটিয়ে ছন্দে ফিরেছে উত্তরবঙ্গ। এই অবস্থায় আজ রিম্বিকের বিভিন্ন এলাকা পরিদর্শনে যান দার্জিলিংয়ের বিজেপি সাংসদ। অভিযোগ, ফেরার সময়েই এই হামলার ঘটনা ঘটে। ইতিমধ্যে এই ঘটনায় স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে অভিযুক্তদের ধরা নিয়ে সংশয় প্রকাশ করেন বিজেপি নেতা।
তিনি বলেন, ”এফআইআর করেছি। কিন্তু মমতার দিদির পুলিশ কতটা করবে তা নিয়ে সন্দেহ রয়েছে।” তবে এভাবে তাঁকে যে আটকানো যাবে না তা স্পষ্ট করে দিয়েছেন বিজেপি সাংসদ। তিনি বলেন,” আমাকে এভাবে আটকানো যাবে না। রবিবার ফের রিম্বিকে যাব।” বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই নাগরাকাটায় ত্রাণ দিতে গিয়ে আক্রান্ত হতে হয় বিজেপি বিধায়ক শংকর ঘোষ এবং সাংসদ খগেন মুর্মুকে। তাঁদেরকে লক্ষ্য করে চলে ইটবৃষ্টি। ইটের আঘাতে রক্তাক্ত হন বিজেপি সাংসদ। ঘটনাকে কেন্দ্র করে জোর বিতর্ক তৈরি হয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.