প্রতীকী ছবি
অরিজিৎ গুপ্ত, হাওড়া: রাত থেকেই চলছে বৃষ্টি। সকালে স্থানীয় ও পথচলতি বাসিন্দারা এক শিশুর কান্নার আওয়াজ শুনতে পান। খোঁজাখুঁজি শুরু হলে পাওয়া গেল এক সদ্যোজাতকে। পুরসভার ডাস্টবিন থেকে পাওয়া গেল ওই শিশুকে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাওড়ার বালি এলাকায়। শিশুটিকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
নিবেদিতা সেতুর নিচে বালির পঞ্চাননতলা পুরসভার ডাস্টবিন রয়েছে। আজ, বুধবার সাতসকালে স্থানীয় বাসিন্দারা একটি শিশুর কান্নার আওয়াজ শুনেছিলেন। সকলেই অবাক হয়েছিলেন। কিছু সময় পরে এক টোটোচালক ওই ডাস্টবিনের কাছে পৌঁছতেই হতবাক হন। দেখা যায়, ওই ডাস্টবিনের মধ্যে এক শিশুকন্যাকে ফেলে রাখা হয়েছে। দ্রুত তাকে উদ্ধার করা হয়। স্থানীয়রাই উদ্যোগী হয়ে স্থানীয় একটি বেসসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানেই তার চিকিৎসা চলতে। খবর দেওয়া হয় বালি থানায়।
পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থলে যায়। কিন্তু কে এমন অমানবিক কাজ করল? বৃষ্টির দিনে ডাস্টবিনের মধ্যে শিশুকে ফেলে যাওয়া সম্ভব? শিশুকন্যা হওয়ার কারণেই কি তাঁকে ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছিল? সেই প্রশ্ন উঠেছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। যে বা যারা এই কাজ করেছে, তাদের শাস্তির দাবি তুলেছেন স্থানীয়রা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.