Advertisement
Advertisement
Howrah

ডাকাতির টাকায় প্রেমিকাকে আইফোন, হবু শাশুড়িকে ফ্ল্যাট উপহার! হাওড়ার যুবকের কীর্তিতে হতবাক পুলিশ

ব্যাপারটা কী?

New information in Howrah dacoity case | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:February 16, 2022 8:46 pm
  • Updated:February 16, 2022 8:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেমে পড়লে মানুষ কী না করে! ঠিক তেমনটাই করল হাওড়ার কুখ্যাত অপরাধী ভিকি। ডাকাতির টাকায় প্রেমিকাকে উপহার দিল দামি আইফোন! যুবকের কীর্তিতে হতবাক পুলিশ।

Advertisement

ঘটনাটা ঠিক কী? ৮ ফেব্রুয়ারি হাওড়ার বেলিলিয়াস রোডে একটি লোহার সামগ্রীর দোকানে লুটপাট চালায় দুষ্কৃতীরা। ১ কোটি টাকা লুট করে চম্পট দেয় তারা। তড়িঘড়ি বিষয়টি জানানো হয় পুলিশে। শুরু হয় তদন্ত। অভিযুক্তদের সন্ধান পেতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন তদন্তকারীরা। জানা যায়, ডাকাতির বরাত দিয়েছিল তিনজন। তাদের মধ্যে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। তার থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আরেক অভিযুক্ত ভিকিকে গ্রেপ্তার করা হয়।

[আরও পড়ুন: নির্দল হয়ে ভোটে দাঁড়ানোর শাস্তি! পশ্চিম মেদিনীপুরের বহু নেতা-নেত্রীকে বহিষ্কার তৃণমূলের]

এরপরই একের পর এক চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন তদন্তকারীরা। জানা গিয়েছে, মহিমা সিং নামে এক মহিলার সঙ্গে প্রেমের সঙ্গে রয়েছে ভিকির। তিনি পেশায় বার সিঙ্গার। তিনি থাকেন উত্তরপ্রদেশ। ডাকাতির টাকায় দামি আইফোন কিনে উত্তরপ্রদেশে প্রেমিকার কাছে পাঠিয়েছে ভিকি। এখানেই শেষ নয়, প্রেমিকার মাকে ফ্ল্যাট কেনার জন্য সাড়ে চার লক্ষ টাকাও দিয়েছিল ভিকি। যুবকের প্রেমের গল্পে চক্ষুচড়কগাছ তদন্তকারীদের।

[আরও পড়ুন: Coronavirus Update: গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ৪৩৯ জন, নিম্নমুখী অ্যাকটিভ কেস]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement