পলাশ পাত্র, তেহট্ট: আবুধাবিতে কাজ করতে গিয়ে রহস্যজনকভাবে খুন হলেন নদিয়ার করিমপুরের এক চাষি। মৃতের নাম মহিবুল খান (৩৮)। আবুধাবিতে ভাগচাষের কাজ করতেন মহিবুল। ক’দিন আগে তাঁকে ঘুমন্ত অবস্থায় পেটে ছুরি মেরে খুন করা হয় বলে অভিযোগ। করিমপুরের সীমান্ত হোগলাবেড়িয়ার কুচাইডাঙায় মহিবুলের বাড়িতে রয়েছেন তাঁর মা, স্ত্রী ও দুই ছেলে। বড় ছেলে দশম শ্রেণির ছাত্র। ৪ আগস্ট ভিডিও কল মারফত তাঁর সঙ্গে শেষ কথা হয় পরিবারের। তিন-চারদিন পরপর সে বাড়িতে ফোন করত বলে জানায় তাঁর পরিবারের লোক। মাসে মাসে টাকাও পাঠাত।
[বৃদ্ধা মাকে লাঠিপেটা করার ভিডিও ভাইরাল, ছেলেকে গ্রেপ্তার করল পুলিশ]
কিন্তু হিসাবমতো ৮ তারিখ কোনও ফোন না এলে মহিবুলের ফোনে মিসড কল দেন তাঁর স্ত্রী। পালটা একটি মিসড কল আসে। কিন্তু ফোন আসে না। পরে ওই নম্বরে ফোন করে জানানো হয়, কে বা কারা পেটে ছুরি মেরে খুন করে গিয়েছে মহিবুলকে। ঘটনায় শোকাহত হয়ে পড়েছে তাঁর পরিবার। শেষে নিরুপায় হয়ে বিধায়ক মহুয়া মৈত্রর দ্বারস্থ হন তাঁরা। বিধায়ক জানিয়েছেন, দূতাবাস মারফত কথা হয়েছে। বিদেশে এমন ঘটনা ঘটলে সেই দেহ ফিরিয়ে আনার কিছু প্রক্রিয়া রয়েছে। সেই প্রক্রিয়া শেষ হলেই দেহ দেশে আসার কথা।
[আপত্তিকর অবস্থায় আটক শিক্ষক ও বধূ, এক দড়িতে বেঁধে রাখলেন গ্রামবাসীরা]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.