Advertisement
Advertisement
Raiganj

সীমান্তবর্তী রায়গঞ্জের রাতের আকাশে ড্রোন? রহস্যময় আলোর ঘোরাঘুরিতে শোরগোল

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরবর্তী সময় সীমান্তবর্তী রাজ্যে পাকিস্তানি ড্রোনের ওড়াওড়ি নজরে এসেছে।

Mysterious lights flying in Raiganj Sky

প্রতীকী ছবি।

Published by: Paramita Paul
  • Posted:May 26, 2025 11:29 pm
  • Updated:May 26, 2025 11:42 pm   

শংকর কুমার রায়, রায়গঞ্জ: ফের বাংলার আকাশে রহস্যময় আলো! সোমবার সন্ধে থেকে সীমান্তবর্তী উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের আকাশে ছোট ছোট আলোকবিন্দুকে নড়াচড়া করতে দেখে স্থানীয়রা। কিন্তু আলোর উৎস সন্ধান করা সম্ভব হয়নি। আকাশে ঘুরতে থাকা এই আলোকবিন্দু ড্রোন নয় বলেই দাবি রায়গঞ্জের পুলিশ সুপার সানা আখতারের।

Advertisement

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরবর্তী সময় সীমান্তবর্তী রাজ্যে পাকিস্তানি ড্রোনের ওড়াওড়ি নজরে এসেছে। কখনও নজরদারি কখনও আবার হামলার উদ্দেশে পড়শি দেশ থেকে উড়ে এসেছে সেই ড্রোন। সম্প্রতি কলকাতার রাতের আকাশে সাতটি ড্রোনকে উড়তে দেখা যায়। যা নিয়ে রহস্য় দানা বেঁধেছে। তারপর থেকেই বিভিন্ন জেলার আকাশে রহস্যময় আলো ঘুরে বেড়ানোর খবর মিলছে। এদিন সন্ধে সাড়ে সাতটা-আটটা নাগাদ রায়গঞ্জের আকাশে রহস্যময় আলো দেখতে পাওয়া যায়। 

সন্ধেয় রায়গঞ্জের রাস্তায় ভালোই ভিড় থাকে। স্বাভাবিকভাবে এমন সময় রহস্যময় আলো দেখে শোরগোল পড়ে যায়। এ প্রসঙ্গে রায়গঞ্জ থানার টাউন দারোগা মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, “আমিও দেখেছি। দুটো আলোর বিন্দু। তবে মনে হয় না ড্রোন। তাহলে এত উঁচু দিয়ে যেত না। স্যাটেলাইট হতে পারে।” শিলিগুড়ি মোড়ের এক বাসিন্দা উকিল পাড়ায় এসেছিলেন। তিনিও সাক্ষী থেকেছেন এই ঘটনার। তবে কি সীমান্ত এলাকায় ড্রোন দিয়ে নজরদারি চালাচ্ছে শত্রুপক্ষ? সেই সম্ভাবনা উড়িয়ে পুলিশ সুপার জানিয়েছেন, “এগুলো ড্রোন নয়।” তাহলে কী এই আলোকবিন্দু? সেই জবাব অবশ্য মেলেনি। সূত্রের দাবি, পার্শ্ববর্তী জেলা দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের আকাশে একইভাবে চক্কর কেটেছে রহস্যময় আলো। তবে এ প্রসঙ্গে জেলা পুলিশের কোনও প্রতিক্রিয়া মেলেনি। 

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ