Advertisement
Advertisement
Nabadwip

একাধিক জায়গায় খোড়া গর্ত, বৈষ্ণব সমাধি থেকে গায়েব হচ্ছে দেহ? চাঞ্চল্য নবদ্বীপে

অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Multiple holes in the cemetery in Nabadwip

এমনই একাধিক গর্ত খোড়া হয়েছে বলে অভিযোগ। নিজস্ব চিত্র

Published by: Suhrid Das
  • Posted:June 7, 2025 5:26 pm
  • Updated:June 7, 2025 5:26 pm   

সঞ্জিত ঘোষ, নদিয়া: সমাধিস্থ শবদেহ গায়েব হয়ে যাচ্ছে! এমনই মারাত্মক অভিযোগ উঠল নদিয়ার নবদ্বীপ শ্মশান চত্বরে। প্রশ্ন উঠেছে, মৃতদেহের কি কঙ্কাল চুরি হচ্ছে? কোনও চক্র কি কাজ করছে এর পিছনে? অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

জানা গিয়েছে, নবদ্বীপ শ্মশানঘাট এলাকার পিছনে বৈষ্ণবদের সমাধিস্থ করা হয়। গতকাল, শুক্রবার রাতে সেখানে সমাধির জন্য বেশ কিছু মানুষ সেখানে গিয়েছিলেন। সেসময় ওই এলাকায় বেশ কয়েকটি গর্ত দেখা যায়। শুধু তাই নয়, ওই এলাকার পাশেই আছে জঙ্গল। সেখানে কিছু পচনশীল মৃতদেহের অংশও পড়ে থাকতে দেখা যায় বলে অভিযোগ। সমাধিস্থ করতে আসা ব্যক্তিদের মধ্যে আতঙ্ক ছড়ায়। তৎক্ষণাৎ বিষয়টি শ্মশান কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়। মৃতদেহ চুরি হয়ে যাচ্ছে বলে অভিযোগ ওঠে।

ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে সরজমিনে তদন্ত শুরু করেন নবদ্বীপ থানার আইসি জলেশ্বর তেওয়ারি। পুলিশি পাহারার ব্যবস্থাও করা হয়। শুধু তাই নয়, আজ শনিবার থেকে ওই শ্মশান এলাকায় সবসময় পুলিশি নিরাপত্তা থাকবে বলেও জানা গিয়েছে। কতগুলি মৃতদেহ গায়েব হয়েছে? মানব কঙ্কাল পাচারের জন্যই কি এই কাজ করা হয়েছে? সেসব প্রশ্নও উঠেছে। আজ, শনিবার দুপুরে ঘটনায় নবদ্বীপ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

নবদ্বীপ শ্মশানঘাটের শিফট ইনচার্জ মানব সাহা বলেন, “গতকাল রাতে বিষয়টি আমাদের জানানো হয়। তারপর ঘটনাস্থলে গিয়ে গর্ত খোড়া অবস্থায় দেখতে পাই। অসৎ উদ্দেশ্য নিয়ে এই নিকৃষ্টমানের কাজ করেছে বলে আমাদের ধারণা। তবে ওইসব গর্ত থেকে আদৌ মৃতদেহ গায়েব করা হয়েছে কিনা, সেই বিষয়ে জানি না।” ঘটনাটি সামনে আসার পর শ্মশান কর্তৃপক্ষের তরফ থেকে বিষয়টি নবদ্বীপ পুরসভাতেও জানানো হয়েছে। এক্ষেত্রে কোনও বড় ধরনের চক্র কি কাজ করছে? সেসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ