Advertisement
Advertisement
Mud House

টানা বৃষ্টিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির বাড়ি! দেওয়াল চাপা পড়ে মৃত্যু মা ও ২ মেয়ের

ঘটনাস্থলে গিয়েছেন স্থানীয় বিধায়ক।

Mud House collapsed in Mandirbazar, 3 person died
Published by: Tiyasha Sarkar
  • Posted:September 5, 2025 11:09 am
  • Updated:September 5, 2025 11:44 am  

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: টানা বৃষ্টিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির বাড়ি! দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল মা ও দুই মেয়ের। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারে। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। ঘটনাস্থলে গিয়ে পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিধায়ক জয়দেব হালদার।

Advertisement

জানা গিয়েছে, মন্দিরবাজার বিধানসভার সারদেশ্বরী স্কুলের কাছে কামারপাড়ায় একটি মাটির বাড়িতে থাকে কর্মকার পরিবার। বৃহস্পতিবার রাতে খাওয়া দাওয়া সেরে ঘুমোতে যান তাঁরা। মাঝরাতে আচমকা দুর্ঘটনা। হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়ি। শব্দ পেয়ে প্রতিবেশীরা ছুটে যান। খবর দেওয়া হয় থানায়। পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার করা হয় তিনজনকে। সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে চিকিৎসকরা বৃহস্পতিদেবী ও তাঁর দুই মেয়ে শীলা ও প্রিয়াকে মৃত বলে ঘোষণা করেন।

জানা যাচ্ছে, বাড়ির জন্য সরকারি প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেয়েছিলেন কর্মকাররা। তবে বৃষ্টির জন্যে ঘরের কাজে একটু দেরি হচ্ছিল। ঝুঁকি নিয়েও দুর্বল বাড়িতেই থাকছিলেন তাঁরা। কয়েকদিনের টানা বৃষ্টির বাড়ির অবস্থা আরও খারাপ হয়। যার পরিণতি হল ভয়ংকর। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান মন্দিরবাজারের বিধায়ক জয়দেব হালদার। ওই পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। এই প্রথম নয়, চলতি বছরে বৃষ্টিতে বাড়ি ভেঙে একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement