Advertisement
Advertisement
Hasnabad

স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র অশান্তি, চার মাসের ছেলেকে আছড়ে মারল মা!

ওই শিশুর বাবা-মাকে আটক করেছে পুলিশ।

Mother kills child in Hasnabad

প্রতীকী ছবি।

Published by: Suhrid Das
  • Posted:May 30, 2025 5:36 pm
  • Updated:May 30, 2025 5:36 pm   

গোবিন্দ রায়, বসিরহাট: স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ চরমে উঠেছিল। উঠোনে শুইয়ে রাখা ছিল তাঁদের চার মাসের ছোট্ট পুত্রসন্তান। অভিযোগ, সেই ঝগড়া চলার সময় রাগের চোটে সেই পুত্রসন্তানকে আছাড় ছিল গর্ভধারিনী মা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাসনাবাদের ইছাপুর গ্রামে। মৃত ওই শিশুর নাম শিব সর্দার। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ওই দম্পতিকেও আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Advertisement

হাসনাবাদ থানার ভবানীপুর গ্রাম পঞ্চায়েতের ইছাপুর গ্রামের বাসিন্দা ওই দম্পতি। তুফান সর্দার ও অনিতা সর্দারের মধ্যে মাঝেমধ্যেই বিবাদ হত বলে খবর। আজ শুক্রবার সকাল থেকে দু’জনের মধ্যে প্রচণ্ড বিবাদ চলছিল বলে খবর। স্থানীয়রা জানিয়েছেন, পুত্র সন্তান-সহ ওই দম্পতি দিন দু’য়েক আগে এক দম্পতির বাড়িতে গিয়েছিলেন। গতকাল বৃহস্পতিবার তাঁরা বাড়ি ফেরেন। তারপর থেকেই দু’জনের মধ্যে প্রবল অশান্তি চলতে থাকে বলে খবর। এমনই জানিয়েছেন স্থানীয়রা।

অভিযোগ, শুক্রবার ফের স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি শুরু হয়। অভিযোগ, একে অপরের সঙ্গে মারামারিতেও জড়িয়ে পড়ে। সেসময় চার মাসের শিশুপুত্র শোওয়ানো অবস্থায় ছিল। অভিযোগ, মা অনিতা সর্দার ওই শিশুপুত্রকে তুলে নিয়ে উঠোনে আছাড় দেন। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই শিশুর। ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। তাঁরাই পুলিশে খবর দেয়। হাসনাবাদ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই মৃতদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ বসিরহাট স্বাস্থ্য জেলার পুলিশ মর্গে পাঠানো হয়েছে। মৃতের বাবা-মাকে আটক করা হয়। কীভাবে মা এই কাজ করতে পারেন? সেই প্রশ্ন উঠেছে।

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ