Advertisement
Advertisement
Balurghat

বাড়িতেই মধুচক্রের আসর মা-মেয়ের! যুগলকে ঘনিষ্ঠ অবস্থায় পাকড়াও গ্রামবাসীর, তারপর…

ঘটনায় ব্যাপক উত্তেজনা এলাকায়।

Mother and daughter allegedly run erotic business at Balurghat

প্রতীকী ছবি

Published by: Subhankar Patra
  • Posted:June 11, 2025 8:08 pm
  • Updated:June 11, 2025 8:14 pm   

রাজা দাস, বালুরঘাট: বাড়িতেই মধুচক্রের আসর! আপত্তিকর অবস্থায় অচেনা যুগল ধরে ফেলেন স্থানীয়রা। চক্র চালানোর অভিযোগে মা-মেয়েকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের। ঘটনাটি ঘটেছে বালুরঘাট ব্লকের অন্তর্গত হাজিপুর গ্রামে। মা-মেয়েকে এলাকাছাড়া করার দাবি তুলেছেন স্থানীয়রা। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

Advertisement

স্থানীয় সূত্রে খবর, মাস ছয়েক আগে এলাকায় জায়গা সমেত একটি বাড়ি কিনেন এক মহিলা। সেখানে তিনি তাঁর যুবতী মেয়েকে নিয়ে থাকেন। অভিযোগ, বাড়ি ক্রয়ের পর থেকেই ওই বাড়িতে বাইরের অচেনা যুবক-যুবতীদের আনাগোনা বাড়তে থাকে। প্রথমে আমল না দিলেও ধীরে ধীরে সন্দেহ জাগে গ্রামবাসীর মনে। মাস তিনেক আগে ওই বাড়িতে আপত্তিকর অবস্থায় দুইজন বাইরের পুরুষ ও মহিলাকে দেখতে পান গ্রামবাসীরা। তবে সেবার ক্ষমা প্রার্থনা করলে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছিল। পুনরায় এমন ঘটনা যাতে না ঘটে তার জন্য সতর্ক করা হয় বাড়ির মালকিনকে।

তবে দিন কয়েক ধরে ফের ওই বাড়িতে আনাগোনা শুরু হয় যুবক-যুবতীদের। যা গ্রামবাসীদের নজরে ছিল। অবশেষে মঙ্গলবার রাতে এক যুগলকে ওই বাড়িতে ঢুকতে দেখা যায়। গ্রামবাসীরা একত্রিত হয়ে বাইরে থেকে দরজার শেকল তুলে দেন। অবস্থা বেগতিক দেখে বাড়ির মালকিন ও তার মেয়ে ওই যুগলকে পেছনের দরজা দিয়ে পালাতে সাহায্য করে বলে অভিযোগ। কিন্ত গ্রামবাসীরা তাদের ধরে ফেলে। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর পেয়ে বালুরঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পোঁছে যুগলকে উদ্ধার করে নিয়ে যায়। গ্রামবাসীরা এই ঘটনায় ওই বাড়ির মালকিন ও তার মেয়েকে ঘিরে বিক্ষোভ দেখায়।

এলাকার বাসিন্দা মাধবি রায়, সোমা দাসরা জানান, “বাইরের ছেলেমেয়ে এনে ব্যবসা করার পাশাপাশি মা ও মেয়েও দৈহিক কাজে লিপ্ত থাকে। সতর্ক করার পরেও ওরা বারণ শোনেননি। এই রকম চললে পাড়ার পরিবেশ নষ্ট হবে।” এই দাবিতে মা-মেয়ের পাড়া বার করে দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। বালুরঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাস জানান, একজন ছেলে ও মেয়েকে আটক করা হয়েছে। এলাকার পরিবেশ সুস্থ রাখতে তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ