Advertisement
Advertisement

প্রতিবন্ধী নাবালিকাকে যৌন হেনস্তা, গ্রেপ্তার অবসরপ্রাপ্ত জওয়ান

চাঞ্চল্য নদিয়ার তেহট্টে।

Minor girl molested in tehatta
Published by: Tanumoy Ghosal
  • Posted:November 5, 2018 12:37 pm
  • Updated:November 5, 2018 7:06 pm  

নিজস্ব সংবাদদাতা, তেহট্ট: বয়স এখনও আঠেরো পেরোয়নি। জন্ম থেকেই মানসিক প্রতিবন্ধী। কিন্তু, তাতেও রেহাই মিলল না। নদিয়ার তেহট্টে যৌন হেনস্তার শিকার এক নাবালিকা। অভিযুক্ত আবার অবসরপ্রাপ্ত সেনা জওয়ান।

Advertisement

[রাতে অন্তরঙ্গ মুহূর্তে নবদম্পতির ঘরে উঁকি, এ কী পরিণতি হল যুবকের!]

বছরভর পরিবার-পরিজনদের ছেড়ে দেশের সীমান্তে কর্তব্য পালনে অবিচল থাকেন তাঁরা। এতটুকু বিপদের আঁচ পেলে প্রাণের ঝুঁকি নিতেও পিছপা হন না। শুধু কী তাই! দেশে যখন কোনও বিপর্যয় বা প্রাকৃতিক দুর্যোগের মতো ঘটনা ঘটে, তখনও সবার আগে ডাক পড়ে সেনাবাহিনীরই। তাই সেনা জওয়ানদের আলাদা সম্ভ্রমের চোখে দেখতেই অভ্যস্ত সকলে। কিন্তু,  এক অবসরপ্রাপ্ত জওয়ান যে কাণ্ড ঘটিয়েছেন, তাতে হতবাক তেহট্টের বেতাই বাচ্চু পাড়ার বাসিন্দারা। প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণের অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অভিযুক্তের নাম বিদ্যাধর বর। তেহট্টের বেতাই বাচ্চু পাড়ারই থাকেন তিনি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত শুক্রবার চকোলেটের লোভ দেখিয়ে এলাকার এক প্রতিবন্ধী নাবালিকাকে নিজের বাড়িতে ডেকে আনেন বিদ্যাধর। তখন বাড়িতে আর কেউ ছিল না। ফাঁকা বাড়িতে ওই নাবালিকা চলে যৌন নির্যাতন। ঘটনাটি জানাজানি হয় রবিবার। এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অবসরপ্রাপ্ত সেনা জওয়ান বিদ্যাধর বরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতার বাড়ির লোকেরা। রাতেই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

[ চেয়ার জনগণের, মেঝেতে বসে সরকারি কাজ সামলান জনপ্রতিনিধি]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement