Advertisement
Advertisement
মন্ত্রী

আরও বেশি বিদ্যুতের জোগান এবার গঙ্গাসাগরে, ঘোষণা বিদ্যুৎমন্ত্রীর

৬ জানুয়ারি গঙ্গাসাগর যাবেন মুখ্যমন্ত্রী, জানালেন শোভনদেব চট্টোপাধ্যায়।

Minister Sovandeb Chattopadhyay visited Gangasagar on sunday
Published by: Tiyasha Sarkar
  • Posted:December 29, 2019 6:39 pm
  • Updated:December 29, 2019 7:24 pm   

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: গঙ্গাসাগর মেলার তীর্থযাত্রীদের সুবিধার্থে কম খরচে বিদ্যুৎ পরিষেবা দিতে ইতিমধ্যেই প্রস্তুত রাজ্য বিদ্যুৎ দপ্তর। রবিবার গঙ্গাসাগরে গিয়ে একথা জানান বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি বলেন, গতবারের তুলনায় এবছর অনেক কম খরচে অনেক ভাল প্রস্তুতি নেওয়া সম্ভব হয়েছে।

Advertisement

রবিবার সকালে মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে গঙ্গাসাগরে যান বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। সঙ্গে ছিলেন স্থানীয় বিধায়ক ও বকখালি-সাগর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান বঙ্কিম হাজরা এবং বিদ্যুৎ দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা। তিনি বলেন, গতবারের তুলনায় এবার তাঁর দপ্তরের প্রস্তুতি আরও অনেক ভাল হয়েছে। এবার সাগরমেলায় অনেক কম টাকা খরচে অনেক বেশি বিদ্যুতের ব্যবস্থা করা সম্ভব হয়েছে। তাঁর কথায়, ২০১৯ এর গঙ্গাসাগর মেলায় ২৭৩৪ কিলোওয়াট বিদ্যুৎ পরিষেবা দিতে সামগ্রিক খরচ হয়েছিল ৪০৪.৫ লক্ষ টাকা। এবার মেলায় ২৭৪৪ কিলোওয়াট বিদ্যুৎ পরিষেবার জন্য খরচ হচ্ছে ৩৭৭ লক্ষ টাকা। গতবারের তুলনায় অতিরিক্ত বিদ্যুৎ পরিষেবা দিয়েও বাড়তি খরচ কমার কারণ ব্যাখ্যা করতে গিয়ে বিদ্যুৎমন্ত্রী জানান, খরচ কমেছে বলে মেলায় বিদ্যুতের বাজেট কমানো হয়েছে ভাবলে ভুল হবে। আসলে সাগরদ্বীপে উন্নয়নের কাজ বিদ্যুৎ দপ্তর এতটাই করেছে তার জন্যই এবার অনেক কম খরচে আরও বেশি পরিমাণ বিদ্যুৎ পরিষেবা দেওয়া যাচ্ছে। এটা সরকারের সফলতা বলেই দাবি তাঁর।

Sovandev

[আরও পড়ুন: ২২০ বছরের পুরনো মন্দিরে দুঃসাহসিক চুরি, খোয়া গেল দশ লক্ষ টাকার গয়না]

মন্ত্রী জানান, তিনটি সাবস্টেশন থেকে বিদ্যুৎ পরিষেবা দেওয়া ছাড়াও অন্যান্যবারের মতো এবারও ডিজি সেটের ব্যবস্থা থাকছে। প্রচলিত বিদ্যুৎ পরিষেবা ছাড়াও ডিজি সেট থেকে আলাদাভাবে ১৮.৯ মেগাভোল্ট অ্যাম্পিয়ার বিদ্যুৎ পরিষেবা মেলার সময় দেওয়া হবে। এছাড়াও হঠাৎ যদি কোথাও কোনও বিদ্যুতের সমস্যা দেখা দেয় সেই কারণে আলাদাভাবে উনিশটি ডিজি সেটের ব্যবস্থা রাখা হয়েছে। জানা গিয়েছে, আগের থেকে এবছর জেনারেটর সেট ভাড়ার খরচও অনেকটাই কমানো সম্ভব হয়েছে। গতবার যেখানে জেনারেটরের জন্য চারকোটি টাকা খরচ হয়েছিল, এবার তা আড়াই কোটিতেই সম্পূর্ণ হয়েছে। শোভনদেব চট্টোপাধ্যায় জানান, আগামী ৬ জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে সাগরে যাবেন। কাকদ্বীপে প্রশাসনিক বৈঠক সেরে বিকেল সাড়ে তিনটে নাগাদ কপিল মুনির মন্দিরে পুজো দেবেন। ৭ তারিখ পাথরপ্রতিমায় একটি সভা সেরে আবার গঙ্গাসাগরে আসবেন তিনি। পরদিন ৮ জানুয়ারি কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ