Advertisement
Advertisement
Kalna

কালনা পুরসভার পার্কে বিধ্বংসী অগ্নিকাণ্ড, জলের অভাবে শুরুই হল না আগুন নেভানোর কাজ

পার্কের সামনে দোতলা অফিসের অধিকাংশই পুড়ে গিয়েছে।

Massive fire at a park of Kalna Municipality, fire tenders face problem to control the situation| Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:January 7, 2021 2:39 pm
  • Updated:January 7, 2021 4:40 pm   

সৌরভ মাজি, বর্ধমান: দিনেদুপুরে দাউদাউ করে জ্বলে উঠল কালনা (Kalna) পুরসভার পার্ক। বৃহস্পতিবার দুপুর দেড়টা নাগাদ আচমকাই ‘পুরবিতান’ নামে ওই পার্কে আগুন লেগে যায়। নিমেষের মধ্যে তা বিধ্বংসী আকার ধারণ করে। পার্কের সামনে একটি দোতলা অফিসের অধিকাংশই পুড়ে গিয়েছে বলে খবর। এখনও প্রাণহানির কোনও খবর নেই। অগ্নিকাণ্ডের খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে উপস্থিত হলেও জলের অভাবে আগুন নেভানোর কাজ শুরু করতে পারেনি। ফলে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারপাশ। আতঙ্কিত মানুষজন।

Advertisement

Kalna

কালনার যোগীপাড়ায় পুরসভার একটি পার্ক রয়েছে, যার নাম ‘পুরবিতান’। সামনে পার্কের কাজকর্ম দেখার জন্য রয়েছে অফিসও। অন্যান্য দিনের মতো এদিনও সকলে অফিসে কাজ করছিলেন। দুপুরে পার্কের গেটও বন্ধ ছিল। কিন্তু দেড়টা নাগাদ আচমকাই পার্কে আগুন লেগে যায়। পথচলতি মানুষজন তা দেখতে পেয়ে চিৎকার, চেঁচামেচি শুরু করেন। আগুন ধরে যায় দ্বিতল অফিসেও। দমকলে খবর দেন অফিসের কর্মীরা। প্রাণ বাঁচাতে তড়িঘড়ি কর্মীরা অফিস ছেড়ে নেমে আসেন রাস্তায়।

[আরও পড়ুন: নেতাই দিবস নিয়ে দড়ি টানাটানি, শুভেন্দুর মাল্যদানের পরই শহিদ বেদি ‘শুদ্ধিকরণ’ তৃণমূলের]

দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে উপস্থিত হয়। তবে আগুন নেভানোর কাজ শুরু করা যায়নি। কারণ, পার্কের সামনে নেই জলাশয়। ফলে পরিস্থিতি ক্রমশই জটিল হয়ে ওঠে। পুড়ে গিয়েছে অফিসের প্রচুর নথিপত্র। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন কালনার পুর প্রশাসক দেবপ্রসাদ বাগ। কীভাবে এত বড় অগ্নিকাণ্ড, এ বিষয়ে এখনও কোনও ইঙ্গিত মেলেনি। জলের সংস্থান করে আগুন নেভানোর কাজ শুরু করাই মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। পুরসভার তৈরি পার্কে যথাযথ অগ্নিনির্বাপণ ব্যবস্থা নেই কেন, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। 

[আরও পড়ুন: টাকা নিয়ে বিবাদের জেরে বৃদ্ধা মাকে ‘খুন’, পলাতক অভিযুক্ত ছেলে-বউমা]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ