Advertisement
Advertisement
Kalyani

আমের ব্যাগ সামলাতে গিয়ে চলন্ত ট্রেন থেকে লাইনে পড়লেন ব্যবসায়ী, পা কাটা পড়ে মৃত্যু

কল্যাণীতে লাইনেই ছটফট করতে করতেই প্রাণ যায় তাঁর।

Mango Businessman died after fall from local train in Kalyani

আমের ব্যাগ সামলাতে গিয়ে চলন্ত ট্রেন থেকে লাইনে পড়লেন ব্যবসায়ী। নিজস্ব চিত্র

Published by: Paramita Paul
  • Posted:May 29, 2025 11:14 am
  • Updated:May 29, 2025 11:14 am   

সুবীর দাস, কল্যাণী: চলন্ত ট্রেন থেকে লাইনে পড়ে মৃত্যু আম ব্যবসায়ীর। বৃহস্পতিবার সকালে কল্যাণী ৪২ নম্বর রেলগেট পার করতেই দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, আম ভর্তি ব্যাগ লাইনে পড়ে যায়। সেটি সামলাতে গিয়েই লাইনে পড়ে যান ব্যবসায়ী। চলন্ত ট্রেনে কাটা পড়ে পা। লাইনেই ছটফট করতে করতেই প্রাণ যায় তাঁর।

Advertisement

স্থানীয় ও রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত আম ব্যবসায়ীর নাম বৃন্দাবন মণ্ডল। বয়স ৩৭ বছর। নদিয়ার কল্যাণী থানার অন্তর্গত কল্যাণী ব্লকে সগুনা গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ ডেঙ্গুর পাড়ার বাসিন্দা। ৪২ নম্বর রেলগেট সংলগ্ন এলাকায় আম বিক্রি করতেন তিনি।

জানা গিয়েছে, প্রত্যেক দিনের মতো বৃহস্পতিবার ভোরে চাকদহ থেকে আম কিনে সকাল ৫টা ৫৮ মিনিটের কৃষ্ণনগর লোকালে চেপে কল্যাণীতে ফিরছিলেন আম ব্যবসায়ী। সকাল সোয়া ছ’টা নাগাদ কল্যাণী ৪২ নম্বর রেলগেট পার করতেই হঠাতই আম ভর্তি বড় ব্যাগ রেললাইনে পড়ে যায়। সামলাতে গিয়ে পড়ে যান ব্য়বসায়ীও।
তৎক্ষণাৎ ট্রেনে কাটা পড়ে তাঁর দুটি পা। আম রেল লাইনের এদিক-ওদিক ছিটকে পড়ে। ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁর।

বেশ কিছুক্ষণ মৃতদেহ রেল লাইনে পড়ে থাকার পর খবর পেয়ে ছুটে আসেন রেলের আধিকারিক ও কর্মীরা। মৃতদেহ উদ্ধার করে সকাল ন’টার পরে কল্যাণী থেকে শান্তিপুর লোকালে সেই মৃতদেহ রানাঘাট রেলের হাসপাতালে নিয়ে যাওয়া হয় ময়নাতদন্তের উদ্দেশs।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ