Advertisement
Advertisement
Hooghly

লাগাতার ধর্ষণে অন্তঃসত্ত্বা নাবালিকা! হুগলিতে জেল হেফাজতে প্রৌঢ়

নাবালিকাকে ভয় দেখিয়ে মুখ বন্ধ রাখতে বলা হত।

Man in jail custody on physical assault charges in Hooghly

প্রতীকী ছবি।

Published by: Suhrid Das
  • Posted:June 3, 2025 8:54 pm
  • Updated:June 3, 2025 8:54 pm  

সুমন করাতি, হুগলি: ভয় দেখিয়ে দিনের পর দিন নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। ওই নাবালিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়লে গোটা বিষয়টি সামনে আসে। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত প্রৌঢ়কে। ন্যক্কারজনক ঘটনাটি ঘটেছে হুগলির চণ্ডীতলায়। ধৃত ব্যক্তির নাম খন্দকার বশিরউদ্দিন। এদিন ধৃতকে আদালতে তোলা হয়েছিল।

জানা গিয়েছে, চণ্ডীতলা থানার অন্তর্গত আঁইয়া পঞ্চায়েত এলাকায় জিয়ারা পূর্বপাড়া এলাকার বাসিন্দা ওই নাবালিকা ও প্রৌঢ়। দিন কয়েক ধরে ওই নাবালিকা অসুস্থ। একাধিক শারীরিক অসুস্থতায় দুশ্চিন্তায় পড়েছিল তার বাড়ির লোকজন। ডাক্তার দেখালে জানা যায়, বছর ১৩-এর ওই নাবালিকা তিন মাসের অন্তঃসত্ত্বা! তারপরেই সব কথা সামনে আসে। অভিযোগ, ৫৭ বছরের ওই অভিযুক্ত নাবালিকাকে ধর্ষণ করেছিল। মুখ বন্ধ রাখতে হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ। নাবালিকা ভয়ে কাউকে কিছু বলতে পারেনি। সেই সুযোগে দিনের পর দিন ওই প্রৌঢ় নাবালিকার উপর অত্যাচার করত বলে অভিযোগ।

অন্তঃসত্ত্বার বিষয় জানতে পেরে পরিবারের লোকজন ওই নাবালিকাকে চেপে ধরেন। তারপরই সব কথা পরিবারের কাছে জানায় সে। এরপর আর কালবিলম্ব করেনি ওই নির্যাতিতার পরিবার। গতকাল, সোমবারই চণ্ডীতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। এরপরই পুলিশ তদন্তে নেমে দ্রুত গ্রেপ্তার করে খন্দকার বশিরউদ্দিনকে। পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ। আজ, মঙ্গলবার ধৃতকে শ্রীরামপুর আদালতে তোলা হয়। বিচারক ধৃতকে ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। ঘটনা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে।

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement