Advertisement
Advertisement

চলন্ত ট্রেন থেকে পড়ে গুরুতর জখম যাত্রী, ধাক্কা মারার অভিযোগ বন্ধুর

তদন্তে রেলপুলিশ।

Man falls off from running train in Malda
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 1, 2018 6:19 pm
  • Updated:August 24, 2018 5:09 pm   

বাবুল হক, মালদহ: মালদায় চলন্ত পদাতিক এক্সপ্রেস থেকে পড়ে গুরুতর জখম এক যাত্রী। সোমবার গভীর রাতে গৌড় মালদা স্টেশনের কাছে মধুঘাট এলাকায় তাঁকে রেললাইনে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভরতি ওই যাত্রী। আহতের বন্ধুর দাবি, চলন্ত ট্রেন থেকে তাঁকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে। ঘটনার তদন্তে মালদহ জিআরপি।

Advertisement

[আইসক্রিমের লোভ দেখিয়ে শিশুকে কুপিয়ে খুনের চেষ্টা মামার]

আহত ওই যাত্রীর নাম স্বপন পাল। পেশায় তিনি কাঠের মিস্ত্রি। পুরাতন মালদহের গান্ধী কলোনি এলাকার বাসিন্দা বছর চল্লিশের ওই ব্যক্তি। পুলিশ জানিয়েছে, পদাতিক এক্সপ্রেসে কলকাতা যাচ্ছিলেন স্বপনবাবু। মালদা টাউন স্টেশন থেকে ট্রেনে উঠেছিলেন তিনি। সঙ্গে ছিলেন বন্ধু কৃষ্ণ সরকার। তবে ট্রেনে সিট পাননি স্বপন পাল। দরজার কাছেই বসেছিলেন। মালদা টাউন স্টেশনের পরেই গৌড় মালদা। দুই স্টেশনের মাঝামাঝি মধুঘাট এলাকায় চলন্ত পদাতিক এক্সপ্রেস থেকে পড়ে যান স্বপন পাল। দুর্ঘটনার পর চেন টেনে ট্রেন থামিয়ে দেন তাঁর বন্ধু। গুরুতর আহত অবস্থায় স্বপনবাবুকে উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। চিকিৎসকরা জানিয়েছেন, স্বপন পালের মাথায় আঘাত লেগেছে। কিন্তু, কীভাবে চলন্ত ট্রেন থেকে পড়ে গেলেন ওই যাত্রী?  স্বপন পালের বন্ধু ও সহযাত্রী কৃষ্ণ সরকারের অভিযোগ, তাঁকে ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত মালদহ জিআরপি।

[যুবক খুনের জেরে ধুন্ধুমার দুর্গাপুরে, পরিস্থিতি মোকাবিলায় বিশাল পুলিশ বাহিনী]

মাসখানেক আগে একই ঘটনা ঘটেছিল হুগলির শেওড়াফুলি স্টেশনে। মিথিলা এক্সপ্রেসে উঠতে গিয়ে চলন্ত ট্রেন থেকে সন্তান-সহ পড়ে যান মধুমিতা গড়াই নামে এক মহিলা। অন্য যাত্রীদের তৎপরতায় অল্পের জন্য রক্ষা পান তিনি।

ছবি: হরেন চৌধুরি

[১৪ বছরের প্রতীক্ষার অবসান, কমিউনিকেশন সিগন্যালিং সিস্টেম চালু বালুরঘাট স্টেশনে]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস