Advertisement
Advertisement
Kalyani

মহালয়ায় মর্মান্তিক দুর্ঘটনা, কল্যাণীর গঙ্গায় ডুবে মৃত্যু তরুণের, উলুবেড়িয়ায় তর্পণে এসে তলিয়ে গেল নাবালিকা 

নাবালিকার খোঁজে চলছে তল্লাশি।

Man drowns in Ganga in Kalyani, minor drowns while tarpan in Uluberia

প্রতীকী ছবি

Published by: Subhankar Patra
  • Posted:September 21, 2025 11:49 am
  • Updated:September 21, 2025 11:55 am   

সংবাদ প্রতিদিন ব্যুরো: মহালয়ার সকালে তর্পণ করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা। কল্যাণীর গঙ্গায় তলিয়ে মৃত্যু তরুণের। বন্ধুদের সঙ্গে গঙ্গা স্নানে গিয়ে ডুবে যায় তরুণ। ঘটনাটি ঘটেছে কল্যাণী রথতলা রানি রাসমণি গঙ্গার ঘাটে। তাঁকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। অন্যদিকে, উলুবেড়িয়ায় পরিবারের সঙ্গে তর্পণ করতে গিয়ে তলিয়ে গেল নাবালিকা। হুগলিতে ডুবরি নামিয়ে তল্লাশি শুরু হয়েছে।

Advertisement

কল্যাণীর গঙ্গায় তলিয়ে মৃত তরুণের নাম রোহিত বল। বয়স ১৮। তিনি গয়েশপুর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের কাটাগঞ্জ তিন নম্বর এলাকার বাসিন্দা। বন্ধুদের সঙ্গে রথতলা রানি রাসমণি গঙ্গার ঘাটে স্নানে যান তিনি। হঠাৎ গঙ্গার স্রোতে তলিয়ে যায় রোহিত। বন্ধুরা চিৎকার করলে ছুটে আসেন আশপাশের সবাই। আসে মোতায়েন থাকা পুলিশ কর্মীরাও। সঙ্গে সঙ্গে তল্লাশি অভিযান শুরু হয়। প্রায় আধ ঘণ্টার পর খোঁজ মেলে। উদ্ধার করে কল্যাণীর জেএনএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

অন্যদিকে, পরিবারের সঙ্গে খড়গপুরের গোলাবাজার থেকে উলুবেড়িয়া কালীবাড়ি ঘাটে তর্পণ করতে আসে এক কিশোরী। ৪জন হুগলি নদীতে নামার পরই জলের স্রোতে তলিয়ে যেতে থাকেন। ৩জনকে উদ্ধার করেন ঘাটে উপস্থিত বাকিরা। কিন্তু তলিয়ে যায় নাবালিকা। দুর্ঘটনার পর বিপর্যয় মোকাবিলা বাহিনী নদীতে ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত নাবালিকার খোঁজ মেলেনি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ