Advertisement
Advertisement
Kalyani

হরিণঘাটায় মর্মান্তিক পথ দুর্ঘটনা, ব্যবসায়ীকে পিষে দিল ১০ চাকার লরি

ঘাতক লরিটি আটক করেছে পুলিশ।

Man dies in horrific road accident in Kalyani

প্রতীকী ছবি

Published by: Subhankar Patra
  • Posted:June 5, 2025 3:18 pm
  • Updated:June 5, 2025 3:26 pm   

সুবীর দাস, কল্যাণী: বৃহস্পতিবার দুপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা কল্যাণীর হরিণঘাটায়। ১০ চাকা গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃ্ত্যু বিস্কুট ব্যবসায়ীর। ঘটনাটি ঘটেছে হরিণঘাটা থানার অন্তর্গত নগরউখড়া পুলিশ ফাঁড়ির অধীনস্থ নিমতলা চৌমাথা মোড়ে। গাড়ির ধাকায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যবসায়ীর। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম দীপঙ্কর সরকার। বয়স ৩৩ বছর। তিনি গোপালনগর থানার নহাটা শেরপুর এলাকার বাসিন্দা। বিস্কুটের ব্যবসায়ী ছিলেন তিনি। অন্যদিনের মতোই বৃহস্পতিবার কাজে বেরন। নিমতলা চৌমাথা মোড়ে এক দোকানে বিস্কুট ডেলিভারি পরে অন্য একটি দোকানে যাচ্ছিলেন। সেই সময় পিছন দিক থেকে একটি দশ চাকার লরি এসে ধাক্কা মারে তাঁকে। অভিঘাতে রাস্তায় ছিটকে পড়েন তিনি। লরির চাকায় পিষ্ট হন ব্যক্তি। ঘটনা দেখে ছুটে আছেন স্থানীয়রা। খবর দেওয়া হয় হরিণঘাটা থানার অন্তর্গত নগরউখড়া পুলিশ ফাঁড়িতে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। ওই ব্যক্তিকে উদ্ধার করে হরিণঘাটা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা দীপঙ্করকে মৃত বলে ঘোষণা করেন।

ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ। তবে চালক ও খালাসি পলাতক। ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে দীপঙ্করের মৃত্যুর খবর পেয়ে আকাশ ভেঙে পড়েছে তাঁর পরিবারের মাথায়। শোকের ছায়া এলাকায়।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ