Advertisement
Advertisement
Kanksa

ট্রাকের তলায় পিষ্ট যুবক, দেহ আটকে বিক্ষোভে স্থানীয়রা, পুলিশ-জনতা ‘খণ্ডযুদ্ধে’ উত্তপ্ত কাঁকসা

ভাঙচুর চালানো হয় বালির ট্রাকে।

Man crushed under truck, locals protest in Kanksa
Published by: Subhankar Patra
  • Posted:August 8, 2025 2:10 pm
  • Updated:August 8, 2025 2:10 pm   

সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: রাজ্যে ফের বেপরোয়া গতির বলি! বালি বোঝাই লরির ধাক্কায় প্রাণ গেল সাইকেল আরোহী যুবকের। ক্ষোভে  মৃতদেহ ফেলে রেখে বিক্ষোভ স্থানীয়দের। পুলিশের সঙ্গে বচসা, ফাটল কাঁদানে গ্যাস। দুর্ঘটনা ঘিরে ধুন্ধুমার কাঁকসায়। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের কাঁকসার সিলামপুর কাটাবাগান এলাকায়।

Advertisement

মৃত যুবকের নাম কৃষ্ণ বাউরি। বয়স ২৫ বছর। এদিন সকালে সাইকেল চড়ে বাজার যাচ্ছিলেন কৃষ্ণ। হঠাৎই পিছন দিক থেকে আসা এক ওভারলোড বালির ট্রাক ধাক্কা মারে তাঁকে। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়েন যুবক। মালবোঝাই গাড়ির পিছনের চাকায় পিষ্ট হন তিনি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। রক্তাক্ত দেহ মাটিতে ফেলে রেখে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। ভাঙচুর চালানো হয় বালির ট্রাকে।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তাতে পরিস্থিতি আরও খারাপ বিগড়ে যায়। ক্ষুদ্ধ জনতার তাড়ায় পিছু পুলিশ পিছু হটতে বাধ্য হয়। পরে বিশাল পুলিশ যায় ঘটনাস্থলে। বিক্ষোভরত জনতার রোষে পড়ে তারা। এরপর পরিস্থিতি সামলাতে কাঁদানে গ্যাসের সেল ফাটায় পুলিশ। তাতে জনতা পিছু হটলেও, উত্তেজনা রয়েছে এলাকাজুড়ে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, “প্রতিদিন এই রাস্তা দিয়ে প্রচুর ওভারলোড বালির ট্রাক চলে। যার ফলে দুর্ঘটনা নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। বহু বছর ধরে রাস্তাঘাটের বেহাল দশা, প্রশাসনের উদাসীনতা আর বেপরোয়া ট্রাক চালানো সব মিলিয়ে মানুষকে প্রতিদিন জীবন হাতে নিয়ে চলতে হয়।” তাঁদের দাবি, সেই অবহেলারই নির্মম পরিণতি আজকের এই মৃত্যু। তরতাজা প্রাণের অকাল মৃত্যুতে ক্ষোভের আগুনে ফুঁসছে সাধারণ মানুষ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ