Advertisement
Advertisement
Mamata Banerjee

‘এক সপ্তাহে ফিরবেন পূর্ণম’, ফোনে পাক সেনার হাতে ‘বন্দি’ জওয়ানের স্ত্রীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রীর আশ্বাসে নিশ্চিন্ত রজনী-সহ গোটা সাউ পরিবার।

Mamata Banerjee talked to Purnam Shaw's wife over phone
Published by: Tiyasha Sarkar
  • Posted:May 11, 2025 6:49 pm
  • Updated:May 11, 2025 6:49 pm   

সুমন করাতি, হুগলি: পাক সেনার হাতে ‘বন্দি’ জওয়ান পূর্ণম সাউয়ের স্ত্রীকে ফোন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। খোঁজ নিলেন অন্তঃসত্ত্বা রজনীর শরীরের। আশ্বাস দেন, এক সপ্তাহের মধ্যেই বাড়ি ফিরবেন পূর্ণম। মুখ্যমন্ত্রীর আশ্বাস পেয়ে নিশ্চিন্ত রজনী-সহ গোটা সাউ পরিবার।

Advertisement

পহেলগাঁও হামলার পরেরদিনই উধমপুরে তল্লাশি চালানোর সময় নিখোঁজ হন সেনা জওয়ান পূর্ণম সাউ। পরবর্তীতে জানা যায়, ভুলবশত পাক ভূখণ্ডে ঢুকে যাওয়ায় পাক সেনার হাতে বন্দি তিনি। তারপর পেরিয়েছে দু সপ্তাহেরও বেশি সময়। প্রথমদিকে তাঁর ফেরার আশায় ছিলেন পূর্ণমের অন্তঃসত্ত্বা স্ত্রী-সহ পরিবারের সবাই। কিন্তু ভারত-পাক যুদ্ধের আবহ তৈরি হতেই হতাশা গ্রাস করেছিল তাঁদের। পূর্ণম আর কোনওদিন কি পাক সেনার হাত থেকে রেহাই পাবেন? সেই প্রশ্ন উদ্বেল করে তুলেছিল গোটা পরিবারকে। 

এই পরিস্থিতিতে রবিবার পূর্ণম সাউয়ের স্ত্রীকে ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রজনী সাউ জানিয়েছেন, মুখ্যমন্ত্রী তাঁর স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন। তিনিই আশ্বাস দিয়েছেন, একসপ্তাহের মধ্যেই বাড়ি ফিরবেন পূর্ণম। এতেই স্বস্তির নিশ্বাস ফেলছেন গোটা সাউ পরিবার। স্বামীর ফেরার অপেক্ষায় দিন গুনছেন রজনী।

প্রসঙ্গত,রবিবার সকালেই রজনী সাউ বলেছিলেন, “১০ মিনিটের জন্য কথা বলতে চাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। কল্যাণদাকে জানিয়েছি। মুখ্যমন্ত্রী চাইলেই দেখা করতে পারব। এখনও কোনও জবাব পাইনি।” জওয়ানের বাবা বলেন, “দিদি বিষয়টি দেখুক। আমরা দেখা করতে চাই। ১০ মিনিটের বেশি সময় নেব না।” এই খবর পাওয়ার পরই সাউ বাড়িতে ফোন করেন মুখ্যমন্ত্রী।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ