Advertisement
Advertisement
Mamata Banerjee

পাক সেনার হাত থেকে পূর্ণম মুক্ত হতেই জওয়ানের স্ত্রীকে ফোন মুখ্যমন্ত্রীর, কী কথা হল?

দিন কয়েক আগেও মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন জওয়ানের স্ত্রীকে। আশ্বাস দিয়েছিলেন যে, ৭ দিনের মধ্যে ঘরে ফিরবেন পূর্ণম।

Mamata Banerjee calls wife of BSF Jawan Purnam Kumar Shaw
Published by: Tiyasha Sarkar
  • Posted:May 14, 2025 1:01 pm
  • Updated:May 14, 2025 4:15 pm   

সুমন করাতি, হুগলি: দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে পাক সেনার হাত থেকে মুক্তি পেয়েছেন বিএসএফ জওয়ান পূর্ণমকুমার সাউ (BSF Jawan Purnam Kumar Shaw)। খবর পেয়েই জওয়ানের অন্তঃসত্ত্বা স্ত্রী রজনীকে ফোন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বেশ কিছুক্ষণ কথা হয় তাঁদের মধ্যে। পূর্ণমকে শুভেচ্ছা জানান তিনি। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন জওয়ানের স্ত্রী।    

Advertisement

 

পহেলগাঁও হামলার পরদিনই উধমপুরে তল্লাশি চালানোর সময় নিখোঁজ হন সেনা জওয়ান পূর্ণম সাউ। পরবর্তীতে জানা যায়, ভুলবশত পাক ভূখণ্ডে ঢুকে যাওয়ায় পাক সেনার হাতে বন্দি তিনি। তারপর পেরিয়েছে দু সপ্তাহেরও বেশি সময়। প্রথমদিকে তাঁর ফেরার আশায় ছিলেন পূর্ণমের অন্তঃসত্ত্বা স্ত্রী-সহ পরিবারের সবাই। কিন্তু ভারত-পাক যুদ্ধের আবহ তৈরি হতেই হতাশা গ্রাস করেছিল তাঁদের। পূর্ণম আর কোনওদিন কি পাক সেনার হাত থেকে রেহাই পাবেন? সেই প্রশ্ন উদ্বেল করে তুলেছিল গোটা পরিবারকে। এই পরিস্থিতিতে রবিবার পূর্ণম সাউয়ের (Purnam Kumar Shaw) স্ত্রীকে ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রজনী সাউ জানান, মুখ্যমন্ত্রী তাঁর স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন। তিনিই আশ্বাস দিয়েছেন, একসপ্তাহের মধ্যেই বাড়ি ফিরবেন পূর্ণম। 

কার্যত সেই কথাই সত্যি হল। একাধিক ফ্ল্যাগ মিটিংয়ের পর ২২ দিন পর, বুধবার পাক সেনার হাত থেকে মুক্তি পেলেন পূর্ণমকুমার সাউ। এরপরই মুখ্যমন্ত্রী জওয়ানের স্ত্রীকে ফোন করেন। এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “পাকিস্তানে বন্দি জওয়ানের মুক্তির খবর পেয়েছি। আমি খুব খুশি। আমি ওর পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলাম। আগেও ওর স্ত্রী রজনীর সঙ্গে কথা হয়েছে। আজ আবার ফোন করেছিলাম। পূর্ণমকে শুভেচ্ছা। গোটা পরিবার খুব ভালো থাকুক।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ