Advertisement
Advertisement
Maldah

দেওরের প্রেমে মজে ঘর ছেড়েছিল বউদি! বাধা দিতেই দাদাকে কোপাল ভাই

দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। শুরু হয় হাতাহাতিও।

Maldah Man allegedly stabbed brother for stopping him to elope with sister in law

গ্রাফিক্স: সুলগ্না ঘোষ।

Published by: Paramita Paul
  • Posted:June 7, 2025 2:56 pm
  • Updated:June 7, 2025 2:56 pm   

বাবুল হক, মালদহ: দেওর-বউদির প্রেম! দেওরের হাত ধরে বাড়িও ছেড়েছিলেন তিনি। সম্পর্কের এই টানাটানির জেরে এবার দাদাকেই কোপাল ভাই। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের রতুয়া থানার সামসিতে।

Advertisement

আহত যুবকের নাম একরামুল হক, বয়স ২৬ বছর। তাঁর বাড়ি চাঁচোল থানার চাঁদুয়া দামাইপুর গ্রামে। অভিযুক্ত ২৮ বছরের মাসুম শেখ। চাঁচোলের খানপুরের পুরাতন ঘাট এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একরামুলের মামাতো ভাই মাসুম। একরামুলের স্ত্রীর সঙ্গে মাসুমের দীর্ঘদিনের সম্পর্ক। প্রায় এক বছর আগে তিনি মাসুমের সঙ্গে পালিয়ে যান। এখনও সেই প্রেম নিয়ে দড়ি টানাটানি চলছে। বিরোধের জেরে বৃহস্পতিবার রাতে সামসি গ্রামীণ হাসপাতালের সামনে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। শুরু হয় হাতাহাতিও। একসময় মাসুম চাকু দিয়ে একরামুলকে আঘাত করে বলে অভিযোগ। একরামুল আহত হন। উত্তেজিত জনতার মারে আহত হয় মাসুমও।

স্থানীয়রা তৎক্ষণাৎ দু’জনকেই সামসি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁদের শারীরিক অবস্থা সংকটজনক হওয়ায় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। ঘটনাস্থলে সামসি ফাঁড়ির পুলিশ পৌঁছে চাকুটি বাজেয়াপ্ত করে। তদন্ত শুরু করেছে পুলিশ। আক্রান্তের পরিবারের তরফে লিখিত অভিযোগ দায়ের হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ