সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছেলেধরার পর এবার ছিনতাইবাজ। স্রেফ সন্দেহের বশে ফের গণপিটুনির ঘটনা ঘটল মালদহে। রবিবার সাতসকালে ইংরেজবাজারে এক যুবককে বেধড়ক মারধর করলেন স্থানীয় বাসিন্দারা। সময়মতো ঘটনাস্থলে পুলিশ পৌঁছে যাওয়ায় প্রাণ বেঁচে গিয়েছিলেন তিনি। হাসপাতালে ভরতি আক্রান্ত যুবক।
[বাগডোগরায় ব্যবসায়ী দম্পতিকে কুপিয়ে খুন, ঘর থেকে অক্ষত অবস্থায় উদ্ধার ২ সন্তান]
ছেলধরা আতঙ্ক ততটা নেই। কিন্তু গণপিটুনির ঘটনা থামছে না। ছুটির দিনে সাতসকালে মালদহ শহরের ইংরেজবাজারে এক যুবককে বেধড়ক মারধর করলেন স্থানীয় বাসিন্দারা। জানা গিয়েছে, গত কয়েকদিন পরপর চুরির ঘটনা ঘটছে ইংরেজবাজারে। কিন্তু, চোরকে ধরা যাচ্ছে না। রবিবার সকালে এলাকায় এক যুবককে দেখে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। তাঁদের দাবি, ওই যুবকের কথাবার্তায়ও অসঙ্গতি ছিল। ওই যুবককেই ছিনতাইবাজ সন্দেহে গণপিটুনি দিতে শুরু করেন ইংরেজবাজার এলাকার বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আক্রান্তকে উদ্ধার করে ভরতি করা হয় হাসপাতালে।
[বাঁচার করুণ আর্তিতেও মন গলল না প্রেমিকার, বিষ খেয়ে আত্মহত্যা তরুণের]
মালদহে গণপিটুনির ঘটনা অবশ্য নতুন নয়। একের পর এক মারধরের ঘটনায় উদ্বেগ বেড়েছিল প্রশাসনের। ছেলেধরার আতঙ্ক ছাঁকিয়ে বসেছিল মালদহের হবিবপুর ব্লকে। গণপিটুনির শিকার হয়েছিলেন ৬ জন। হবিবপুরের বুলবুলচন্ডীর ডুবাপারায় এলাকার ছেলেধরা সন্দেহে এক অজ্ঞাতপরিচয় যুবককে ল্যাম্পপোস্টে বেঁধে বেধড়ক মারধর করেছিলেন স্থানীয় বাসিন্দারা। পরে হাসপাতালে মারা যান তিনি।
[দেহে রয়েছে প্রাণ! দাহ না করে শ্মশান থেকে হাসপাতালে গেল শব]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.