Advertisement
Advertisement
MahaKumbh 2025

মহাকুম্ভে দুর্ঘটনায় নিখোঁজ বাংলার ৭, মৃতদের ডেথ সার্টিফিকেট না দেওয়ার অভিযোগ প্রশাসনের বিরুদ্ধে

মহাকুম্ভে পদপিষ্ট হয়ে এখনও পর্যন্ত মৃত বাংলার ৩ জন।

MahaKumbh 2025: 7 people missing from prayagraj
Published by: Tiyasha Sarkar
  • Posted:January 31, 2025 9:40 am
  • Updated:January 31, 2025 9:40 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহাকুম্ভে পুণ্যস্নানে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন বহু পুণ্যার্থী। মৃত্যুর ঘটনা ঘটেছে, জখম বহু। সেই তালিকায় রয়েছেন বাংলার অনেকে। যোগী সরকার ডেথ সার্টিফিকেট না দেওয়ায় প্রবল সমস্যায় পড়েছেন মৃত বাংলার তিনজনের পরিবারের সদস্যরা। আর্থিক সাহায্যের আবেদন কীভাবে করবেন, তা ভেবে পাচ্ছেন না তাঁরা। এদিকে এখনও নিখোঁজ বাংলার ৭ জন। তাঁরা কোথায়, কীভাবে রয়েছেন তা নিয়ে উদ্বিগ্ন পরিবার।

Advertisement

অভিযোগ, মহাকুম্ভে দুর্ঘটনায় আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার পর্যাপ্ত ব্যবস্থা ছিল না। বাংলার মৃত এক পুণ্যার্থীর ছেলের অভিযোগ, তাঁর মায়ের দেহ ময়নাতদন্ত হয়নি। দেহ হস্তান্তরের সময় যে কাগজ দেওয়া হয়েছে, তাতে সে রাজ্যের কোনও সরকারি স্ট্যাম্প নেই। সই নেই আধিকারিকদের। শুধু বলা হয়েছে, ডেথ সার্টিফিকেট পরে পাঠিয়ে দেওয়া হবে। কিন্তু নথিপত্র না থাকলে তা কীভাবে দেবে, সেই প্রশ্নই উঠছে। এদিকে, কুম্ভমেলায় পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য হিসাবে ২৫ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মৃতের পরিবারের বক্তব্য, ডেথ সার্টিফিকেট না পেলে ক্ষতিপূরণের টাকার জন্য কীভাবে আবেদন করবেন?

উল্লেখ্য, এখনও পর্যন্ত মহাকুম্ভে পদপিষ্ট হয়ে রাজ্যের এই তিন পুণ্যার্থীর মৃত্যুর নিশ্চিত খবর মিলেছে। নিখোঁজ আরও অন্তত সাতজন। নিখোঁজ রানাঘাটের তালপুকুর এলাকার সুমিত্রা পাল (৫৪)। সোমবার পুণ্যস্নানের উদ্দেশ্যে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুম্ভমেলায় যান ওই গৃহবধূ। বুধবার ভোররাতে স্নান করতে নামেন। তারপর থেকে আর তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে পরিবার সূত্রে খবর। সুমিত্রাদেবীর ছেলে সুমন পাল জানালেন, মায়ের সঙ্গে যাঁরা গিয়েছেন, তাঁরা প্রত্যেকেই ফিরে আসছেন। কিন্তু তাঁর মা স্নানে নামার পর থেকে নিখোঁজ। নিখোঁজ রয়েছেন কলকাতার সুবীর নস্কর (৫৪)। রিজেন্ট পার্ক থানা এলাকার পূর্ব পুঁটিয়ারির বাসিন্দা তিনি। নিখোঁজ পূর্ব মেদিনীপুরের জুনপুট কোস্টাল থানার ছোট বানতলিয়ার বাসিন্দা প্রণবকুমার জানা। বয়স ৭৫। ২৪ ঘণ্টা কেটে গেলেও খোঁজ নেই ওই ব্যক্তির। উদ্বেগে ঘুম ছুটেছে পরিবারের। বৃদ্ধের খোঁজে ইতিমধ্যেই প্রয়াগের পথে রওনা দিয়েছেন নিখোঁজ ব্যক্তির ছেলে আনন্দ জানা।

নিখোঁজের তালিকায় রয়েছেন উত্তরবঙ্গের চারজন। এঁদের মধ্যে আছেন ইংরেজবাজার শহরের উত্তর কৃষ্ণপল্লি এলাকার বছর ষাটেকের বৃদ্ধা অনীতা ঘোষ, শিলিগুড়ির প্রধাননগর থানা এলাকার সমরনগরের ডিজে মোড়ের বাসিন্দা পুতুল রায়, মাথাভাঙা পচাগড়ের বাসিন্দা মহেন্দ্র বর্মন এবং উত্তর দিনাজপুরের চাকুলিয়া থানার মজলিশপুরের হাতিপাও গ্রামের ৬৫ বছরের বৃদ্ধ সুনীতি মল্লিক। বৃহস্পতিবার রাত পর্যন্ত এই চারজনের সঙ্গে পরিবারের লোকজন যোগাযোগ করতে পারেনি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement