অর্ণব দাস, বারাসত: মনোনয়ন দিয়েছিলেন সকালে। রাতেই অপহৃত! পরদিন সকাল হতে না হতেই জেলাশাসকের দপ্তরে হাজির নির্দল প্রার্থী। তড়িঘড়ি মনোনয়নপত্র প্রত্যাহার করলেন বারাসতের নির্দল প্রার্থী কাকলি ঘোষ। অভিযোগ, তৃণমূল চাপ দিয়ে মনোনয়ন প্রত্যাহার করিয়েছে। যদিও প্রার্থীর দাবি, নিজের ইচ্ছেতেই মনোনয়ন প্রত্যাহার করেছেন তিনি।
নির্দল প্রার্খী হিসেবে বারাসত লোকসভা কেন্দ্র থেকে মঙ্গলবার মনোনয়ন দাখিল করেছিলেন হাবড়ার বধূ কাকলি ঘোষ। রাতেই দুটো নাগাদ বাড়িতে ১০-১২ জনের বাইক বাহিনী এসে তাঁকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। দাবি, অপহরণ করা হয় স্বামীকেও। কাকলি ঘোষ হাবড়ার আবাদে বাপের বাড়িতে ছিলেন। বামীহাটি ছাতিমতলার বাড়িতে ছিলেন তাঁর স্বামী সঞ্জীব ঘোষ।
তাঁদের ফোনে একাধিকবার যোগাযোগ করেও খোঁজ পায়নি পরিবারের সদস্যরা। এ বিষয়ে কাকলি ঘোষের প্রস্তাবক দিলীপ দাস জেলাশাসকের অফিসে ইমেইল মারফত একটি অভিযোগ জানিয়েছেন।হাবড়া থানার দারস্থও হয়েছিলেন। দিলীপের অভিযোগ প্রার্থীর বাড়ির চারপাশ তৃণমূল কর্মীরা ঘিরে রেখেছে।
এর মাঝেই বুধবার দুপুরে জেলাশাসকের অফিসে উপস্থিত হন নির্দল প্রার্থী কাকলি ঘোষ। মনোনয়ন প্রত্যাহার করতে আসেন। সংবাদমাধ্যমের ক্যামেরা দেখতেই পালাতে চম্পট দিতে শুরু করেন ওই মহিলা। পরে তিনি স্বীকার করছেন, মনোনয়ন প্রত্যাহার করে নিলেন নিজের ইচ্ছায় তাঁকে কেউ অপহরণ করেননি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.