Advertisement
Advertisement
Belgharia

সাব পোস্ট অফিস সরে যাচ্ছে অন্যত্র, কাজে হয়রানির আশঙ্কায় বিক্ষোভ বেলঘরিয়ার গ্রাহকদের

এদিনের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল কাউন্সিলার।

Local People Protest in Sub Post Office in Belgharia
Published by: Gopi Krishna Samanta
  • Posted:July 26, 2025 9:05 pm
  • Updated:July 26, 2025 9:07 pm   

অর্ণব দাস, বারাকপুর: আচমকাই খবর রটেছে এলাকায় থাকা সাব পোস্ট অফিসটিকে সরিয়ে নেওয়া হবে। সত্যি যদি এমনটা হয় তাহলে সমস্যায় পড়বে এলাকার সাধারণ মানুষ। আর সেই হয়রানির আশঙ্কা থেকে শনিবার সাব পোস্ট অফিসের সামনে বিক্ষোভ দেখালেন গ্রাহকরা। এদিন এই ঘটনাটি ঘটেছে বেলঘরিয়ার রানীপার্ক এলাকায়।

Advertisement

এদিনের বিক্ষোভ কর্মসূচিতে সাধারণ গ্রাহকদের সঙ্গে ছিলেন কামারহাটি পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সমীরন দাস। তাঁর অভিযোগ, বিএসএনএলের মতো পোস্টাল ডিপার্টমেন্টকেও পঙ্গু করে দিতে চাইছে কেন্দ্র। পুরসভার তরফে পোস্ট অফিসকে ঘরটি দেওয়া হয়েছে। এরজন্য ভাড়া পর্যন্ত নেওয়া হয় না। পুরসভার তরফে সবধরনের সহযোগিতা করা হয়। তবুও অফিসটি কেন তুলে দেওয়া হবে? প্রশ্ন তোলেন তিনি। তিনি আরও জানান, পোস্ট অফিস এখানেই থাকবে। ইতিমধ্যেই লিখিত জানানো হয়েছে। প্রয়োজনে বৃহত্তর আন্দোলন করতে হলে সেটাও করব। এদিকে এই বিষয়টি নিয়ে পোস্টমাস্টার কৌশিক মুখোপাধ্যায় বলেন, “ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এনিয়ে আমার কিছু বলার নেই।”

স্থানীয়দের কথায়, ইস্ট বেলঘরিয়া পোস্ট অফিসের গ্রাহক সংখ্যা কয়েক হাজার। কিন্তু কর্মীর অভাবের কারণ দেখিয়ে এই সাব পোস্ট অফিসটিকে নিমতা উদয়পুরে থাকা পোস্ট অফিসের সঙ্গে সংযুক্তকরণ করা হবে বলে জানা গিয়েছে। এদিন এরই প্রতিবাদে একত্রিত হয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা। তাঁদের দাবি, সাব পোস্ট অফিসটি সরে গেলে পরিষেবা পেতে কয়েক কিলোমিটার দূরে যেতে হবে। তাঁদের আরও যুক্তি উদয়পুর পোস্ট অফিসেও কয়েক হাজার গ্রাহক রয়েছেন। ফলে সেখানেও সমস্যা তৈরি হবে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ