Advertisement
Advertisement
Kanchenjunga

অপূর্ব দৃশ্য! বৃষ্টি থামতেই জলপাইগুড়িতে উঁকি দিল কাঞ্চনজঙ্ঘা

উচ্ছ্বসিত শহরবাসী ও পর্যটকরা।

kanchenjunga captured from jalpaiguri on may
Published by: Tiyasha Sarkar
  • Posted:May 27, 2025 11:28 am
  • Updated:May 27, 2025 11:28 am  

শান্তনু কর, জলপাইগুড়ি: প্রাক বর্ষায় কাঞ্চন দর্শন। বৃষ্টি সাময়িক বিরতি নিতেই জলপাইগুড়ি (Jalpaiguri)থেকে স্পষ্ট দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার। সাতসকালে ঘুমন্ত বুদ্ধকে দেখে আপ্লুত শহরবাসী। স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত পর্যটকরাও।

Advertisement

কিছুদিন ধরেই বদলাতে শুরু করেছে আবহাওয়া। হাঁসফাঁস গরম থেকে মুক্তি মিলেছে। উত্তর-দক্ষিণ দুই বঙ্গেই চলছে বৃষ্টি। যার জেরে তাপমাত্রা খানিকটা নেমেছে। মঙ্গলবার সকালে বৃষ্টি সাময়িক বিরতি নিতেই মন ভালো করা দৃশ্যের সাক্ষী হল জলপাইগুড়িবাসী। ঘর থেকে বেরতেই নজর কাড়ল কাঞ্চনজঙ্ঘা। হিমালয়ের শিখর দর্শনে আপ্লুত সকলেই। অপরূপ দৃশ্যকে ক্যামেরাবন্দি করলেন অধিকাংশই। জানা গিয়েছে, এদিন জলপাইগুড়ি শহরের একাধিক এলাকা থেকে দেখা পাওয়া কাঞ্চনজঙ্ঘার। স্থানীয় বাসিন্দারা বলেন, সাতসকালে বাড়ি থেকে বেরিয়ে এই দৃশ্য দেখে মন ভরে গিয়েছে।

প্রসঙ্গত, প্রতিবছর আকাশ পরিষ্কার থাকলে নভেম্বরের প্রথম সপ্তাহে জলপাইগুড়ি থেকেই দেখা মেলে কাঞ্চনজঙ্ঘার। কিন্তু তাই বলে বর্ষার মাঝে? সাধারণত এমনটা ঘটে না। একেবারেই সামান্য সময়ের জন্য হলেও বৃষ্টির মাঝে এহেন দৃশ্য দেখা যেতে পারে তা ভাবতে পারেননি কেউই। মনে করা হচ্ছে, বাতাসে দূষণের মাত্রা কম থাকায় অনেক বেশি স্বচ্ছ হয়েছে আকাশ। সেই কারণে শহর থেকে অনেক বেশি স্পষ্ট কাঞ্চনজঙ্ঘা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement