Advertisement
Advertisement
Jayanta Singh house

জুনেই ভাঙবে আড়িয়াদহের ‘ত্রাস’ জয়ন্ত সিংয়ের অট্টালিকা, টেন্ডার ডাকল কামারহাটি পুরসভা

লাগাতার টালবাহানার পর আড়িয়াদহের 'ত্রাস' জয়ন্ত সিংয়ের বাড়ি ভাঙার উদ্যোগ। '

Kamarhati Municipality tenders for Jayanta Singh house break down
Published by: Paramita Paul
  • Posted:May 31, 2025 4:37 pm
  • Updated:May 31, 2025 6:50 pm   

অর্ণব দাস, বারাকপুর: লাগাতার টালবাহানার পর আড়িয়াদহের ‘ত্রাস’ জয়ন্ত সিংয়ের বাড়ি ভাঙার উদ্যোগ। ‘প্রাসাদ’ ভাঙতে ডাকা হবে টেন্ডার। এই মর্মে কামারহাটি পুরসভার বৈঠকে সেই অর্ডার পাশ করা হল শনিবার। টেন্ডার অর্ডার অনলাইন থেকে শুরু করে সংবাদপত্রে বিজ্ঞাপন আকারে দেওয়া হচ্ছে পুরসভার পক্ষ থেকে। পাশাপাশি দুধ সাদা বাড়িটিতে নোটিস সাঁটিয়েছে পুরসভা। বাড়ি ভাঙার দিনক্ষণও জানিয়ে দিয়েছে। 

Advertisement

নোটিসে বলা হয়েছে, আগামী ১৩ জুন থেকে ভাঙা হবে জয়ন্ত সিংয়ের অট্টালিকা। বাড়িতে বসবাসকারী সকলকে এবং বাড়ির ভিতরে থাকা আসবাবপত্র আগামী ৮ জুনের মধ্যে সরিয়ে ফেলতে হবে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, আগামী ৯ জুন পর্যন্ত দরপত্র গ্রহণ করা হবে। টেন্ডার খুলবে ১১জুন। আর ১৩ জুন শুরু হবে বাড়ি ভাঙার কাজ। গত বৃহস্পতিবার পুরসভার বোর্ড মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই খবর। জয়ন্তের প্রাসাদ ভাঙার পর ভগ্নাংশ পুরসভার ডাম্প কেন্দ্রে ফেলা হবে বলেই জানা গিয়েছে। পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা জানিয়েছেন, হাই কোর্টের নির্দেশ মেনে নির্দিষ্ট সময়ের মধ্যে বাড়িটি ভাঙা হবে। এরজন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। জয়ন্ত সিংয়ের বাড়িতে নোটিশ ঝোলানোর পাশাপাশি বাড়ি ভাঙতে বাংলা, হিন্দি, ইংরেজি সহ অনলাইনে টেন্ডার করে দরপত্র দিতে বলা হয়েছে। 

কামারহাটি পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের আড়িয়াদহের মৌসুমী মোড় সংলগ্ন প্রতাপ রুদ্র লেনে জয়ন্তর দু’টি বাড়ি। একটি পৈতৃক, সেটিতে খাটাল রয়েছে। আরেকটি পৈতৃক বাড়ির কাছেই জলাশয়ের একাংশ বুঝিয়ে পরিত্যক্ত জমিতে দুধ সাদা প্রাসাদ তৈরি করেছিল জয়ন্ত। অভিযোগ, বছর তিনেক আগে নাকি এই জমিটি নিজের কব্জায় করে রাতারাতি সেখানে নির্মাণ কাজ শুরু করে জয়ন্ত সিং। বছর খানেকের মধ্যেই সেই জমিতে তৈরি হয় চোখ ধাঁধানো তিনতলা বাড়ি। পুরসভা সূত্রে জানা গিয়েছে, তিনতলা বাড়িটি অনুমতি ছাড়াই নির্মাণ করা হয়।

বিষয়টি প্রকাশ্যে আসতেই এই অবৈধ বাড়ি নিয়ে হাই কোর্টে মামলা করেন এক ব্যক্তি। সেই মামলার পরিপ্রেক্ষিতে হাই কোর্টের বিচারক গৌরাঙ্গ কান্তর ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, ৪ সপ্তাহের মধ্যে এই বাড়ি ভেঙে ফেলতে হবে। হাই কোর্টের নির্দেশ আসে কামারহাটি পুরসভায়। তারপরেও ভাঙা হচ্ছিল না বাড়ি। জানানো হয়েছিল, পুরসভার কাছে উপযুক্ত পরিকাঠামো নেই। দীর্ঘ টালবাহানার পর অবশেষে কামারহাটি পুরসভার পুর বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে জয়ন্ত সিংয়ের প্রাসাদপম বাড়ি দ্রুত ভেঙে ফেলতে হবে। সেই বাড়ি ভাঙার টেন্ডার অর্ডার বোর্ড মিটিংয়ে পাশ করা হল।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ