Advertisement
Advertisement
Kajal Sheikh

নিরাপত্তা পেতে নাটক! কঙ্কালীতলা পঞ্চায়েতের উপপ্রধানের বাড়িতে বোমাবাজিতে বিস্ফোরক কাজল শেখ

রবিবার ওই তৃণমূল নেতা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

Kajal Sheikh's explosive comments on incident of bomb blast at the house of deputy head of Kankalitala panchayat

থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন তৃণমূল নেতা। নিজস্ব চিত্র।

Published by: Suhrid Das
  • Posted:January 5, 2025 3:10 pm
  • Updated:January 5, 2025 3:10 pm   

দেব গোস্বামী, বোলপুর: বীরভূমের কঙ্কালীতলা পঞ্চায়েতের উপপ্রধানের বাড়িতে বোমাবাজির ঘটনায় বিস্ফোরক তৃণমূল নেতা তথা সভাধিপতি কাজল শেখ। নিরাপত্তা পেতে ওই উপপ্রধান নাটক করছেন বলে কটাক্ষ করলেন তিনি। তাই নিয়ে শুরু হয়েছে চাপানউতোড়।

Advertisement

গতকাল শনিবার বীরভূমের নানুর বিধানসভার কঙ্কালীতলা পঞ্চায়েতের উপপ্রধান মহম্মদ ওহিউদ্দিন ওরফে মামন শেখের লায়েকবাজার এলাকার বাড়িতে বোমাবাজির ঘটনা ঘটে। উল্লেখ্য, সম্প্রতি কঙ্কালীতলা পঞ্চায়েতের ওই উপপ্রধান দাবি করেন, তাঁকে খুনের হুমকি দেওয়া হচ্ছে। তাঁকে পঞ্চায়েতে ঢুকতে দেওয়াও হচ্ছে না। যদিও পরবর্তীতে তিনি গ্রাম পঞ্চায়েতে গেলে তাঁকে কোনও বাধা দেওয়া হয়নি বলে জানানো হয়।

সম্প্রতি মালদহে তৃণমূল নেতাকে গুলি করে খুন করা হয়েছে। সেই ঘটনায় উত্তাল রাজ্য-রাজনীতি। গতকাল রাতে কঙ্কালীতলার বোমাবাজির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছিল। বাড়ির সামনের সিসিটিভিতে সেই বোমাবাজির ঘটনাও ধরা পড়েছে। তবে রবিবার ওই ঘটনায় নতুন বিতর্ক উসকে দিয়েছেন খোদ তৃণমূল নেতা কাজল শেখ। তিনি দাবি করেছেন, মহম্মদ ওহিউদ্দিনের নামে টাকা তছরুপের অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে প্রায় ১১৬টিরও বেশি অভিযোগ রয়েছে। সে কারণেই নিরাপত্তা পেতে এই নাটক করছেন তিনি। যদিও কাজল শেখ দাবিও করেছেন, সবরকম ভাবে তদন্ত করতে পুলিশ-প্রশাসনকে বলা হয়েছে।

মহম্মদ ওহিউদ্দিন এলাকার অঞ্চল সভাপতি পদেও ছিলেন। জানা গিয়েছে, সম্প্রতি সেই পদ থেকেও তাঁকে সরিয়ে দেওয়া হয়। শনিবার রাত আটটা নাগাদ ওই তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি চালান দুষ্কৃতীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় শান্তিনিকেতন থানার পুলিশ। একটি তাজা বোমাও উদ্ধার হয়। রবিবার ওই তৃণমূল নেতা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই বিষয়ে বীরভূম সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি ধ্রুব সাহা বলেন, “মামনের বাড়িতে বোম মারার দুঃসাহস কারও নেই। নিজেরাই নিজেদের বাড়িতে বোম ফেলে নিরাপত্তা নেওয়ার পরিকল্পনা করছেন। এলাকায় নিজের দাপট বাড়াতে এই পরিকল্পনা।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ