Advertisement
Advertisement

মিড-ডে মিলের লোভে স্কুলে হাতির হানা, আতঙ্ক ছড়াল ডুয়ার্সে

স্কুলটিকে পাঁচিল দিয়ে ঘিরে ফেলার দাবি শিক্ষকদের।

Jumbo runs amok, enters Malbazar school
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 17, 2018 8:58 pm
  • Updated:November 19, 2018 2:03 pm  

অরূপ বসাক, মালবাজার: রাজ্যে প্রতিটি প্রাথমিক স্কুলে পড়ুয়াদের জন্য মিড-ডে মিল চালু করেছে রাজ্য সরকার। কিন্তু, মিড-ডে মিলে লোভেই যে স্কুলে হানা দিচ্ছে হাতির দল! ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে মালবাজারে নাগরাকাটার বামনডাংগা চা বাগানে। সোমবার রাতে ডায়না লাইনে টন্ডু টিজি ৩ নং প্রাইমারি স্কুলের অফিস ঘরের দরজা জানালা ভেঙে দিয়েছে একটি দলছুট বুনো হাতি। মিড-ডে মিলের নাগাল না পেলেও, একবস্তা নুন খেয়ে পালিয়েছে সে। হাতির হামলা রুখতে স্কুলটিকে পাঁচিল দিয়ে ঘিরে ফেলার দাবি তুলেছেন শিক্ষকরা। তাঁরা চাইছেন, রাতে স্কুলে আলো  জ্বালিয়ে রাখারও ব্যবস্থা করা হোক।

Advertisement

[প্রেমিককে বেঁধে রেখে কিশোরীকে গণধর্ষণ, আলিপুরদুয়ারে চাঞ্চল্য]

পাহাড়-জঙ্গলে ঘেরা সুন্দরী ডুয়ার্স। ডুয়ার্সের মালবাজার মহকুমার নাগরাকাটা ব্লকের বামনড্যাংগা চা-বাগানে রয়েছে একটি প্রাথমিক স্কুল। চা-বাগানে যাঁরা কাজ করেন, তাঁদের ছেলেমেয়েরাই এই স্কুলে পড়াশোনা করে। স্কুলের নাম টন্ডু টিজি ৩ নং প্রাইমারি স্কুল। স্কুলটির একদিকে ডায়নার জঙ্গল, আর অন্যদিকে গরুমারা জঙ্গল। স্থানীয় বাসিন্দাদের দাবি, মিড-ডে মিলের লোভে প্রায়ই স্কুলে হানা দেয় হাতির দল। পরিস্থিতি এমনই, যে মিড-ডে মিলের সামগ্রী রাখার জন্য দোতলার সমান উঁচু আলাদা একটি ঘরও বানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ। কিন্তু, হাতির হানা থেকে আর নিস্তার মিলছে কই! সোমবার রাতেও টন্ডু টিজি ৩ নং প্রাইমারি স্কুলে ঢুকেছিল একটি দলছুট বুনো হাতি। স্কুলে রীতিমতো তাণ্ডব চালিয়েছে গজরাজ। মিড-ডে মিলের নাগাল পায়নি ঠিকই। তবে অফিস-ঘরের দরজা-জানলা ভেঙে এক বস্তা নুন খেয়ে জঙ্গলে চলে যায় হাতিটি। কিছু দিন আগে হাতির তাণ্ডবে টন্ডু টিজি ৩ নং প্রাইমারি স্কুলের বেশ কয়েকটি ঘরের দরজা-জানলা ভেঙেছিল।

[আসানসোলে দুই শিশুকন্যাকে যৌন নিগ্রহ, ধৃত নাবালক-সহ ৩]

এভাবে বারবার হাতির হানায় রীতিমতো আতঙ্কিত টন্ডু টিজি ৩ নং প্রাইমারি স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয় বাসিন্দারা। স্কুলটিকে পাঁচিল দিয়ে ঘেরা ফেলার ও রাতে আলো জ্বালানোর ব্যবস্থা করার দাবি করেছেন শিক্ষক-শিক্ষিকারা।

[পানীয় জল নেওয়াকে কেন্দ্র করে বিবাদ, অন্তঃসত্ত্বার পেটে লাথি প্রতিবেশীর]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement