Advertisement
Advertisement
Jhargram

নাবালিকার সঙ্গে প্রেম-বিয়েতে বাধা পরিবার! অভিমানে ‘আত্মঘাতী’ ঝাড়গ্রামের যুবক

কান্নায় ভেঙে পড়েছে পরিবার।

Jhargram boy allegedly killed himself

প্রতীকী ছবি

Published by: Tiyasha Sarkar
  • Posted:June 10, 2025 8:51 pm
  • Updated:June 10, 2025 8:51 pm   

সম্যক খান, মেদিনীপুর: নাবালিকার সঙ্গে প্রেম মানেনি পরিবার। সাবালিকা হলে বিয়ের আশ্বাস দিলেও সন্তুষ্ট হতে পারেননি যুবক। যার পরিণতি হল ভয়ংকর। বাড়ি থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে মিলল যুবকের ঝুলন্ত দেহ। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল ঝাড়গ্রামে। অনুমান, আত্মঘাতী হয়েছে যুবক। কান্নায় ভেঙে পড়েছে পরিবার।

Advertisement

পরিবার সূত্রে জানা গিয়েছে, শালবনীর এক নাবালিকার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল সুশান্ত সিং নামে ওই যুবকের। মাস দেড়েক আগে হঠাৎই নাবালিকা প্রেমিকাকে বিয়ে করার জন্য নিজের বাড়ি নিয়ে যান সুশান্ত। তা নিয়ে প্রবল অশান্তি হয় দুই বাড়িতে। জল গড়ায় থানা পর্যন্ত। যুবকের জামাইবাবু সঞ্জয় সিং জানান, ওই সময় লালগড় থানায় দু’পক্ষকে নিয়ে বৈঠক হয়। সবকিছু মিটমাটও হয়ে যায়। মেয়েটিকে তার পরিবারের লোকজনের বাড়িও নিয়ে যায়। সুশান্তর কাকা রবীন্দ্রনাথ সিং বলেন, বিষয়টি মিটমাট হয়ে যাওয়ার পর সবকিছুই স্বাভাবিক ছিল।

কিন্তু প্রেম তো থেমে থাকে না কোনও বাধাতেই। গত দেড় মাসের মধ্যেই আরও একবার পালিয়ে যাওয়ার চেষ্টা করে যুগল। কিন্তু সফল হয়নি তারা। সুশান্তর জামাইবাবু সঞ্জয় সিং জানিয়েছেন, মঙ্গলবার ভোর প্রায় চারটা নাগাদ মোটর বাইক নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে সুশান্ত। বাড়ির লোকজনকেও কিছুই জানায়নি। আচমকা পুলিশের ফোনে তাঁদের মাথায় বাজ পড়ে। গুড়গুড়িপাল থানার পুলিশ ফোন করে তাঁদের সুশান্তের মৃত্যু সংবাদ জানায়। জানা যায়, সুশান্তর ঝুলন্ত দেহ পাওয়া গিয়েছে গুড়গুড়িপালের শিরষি জঙ্গলে। ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। অস্বাভাবিক মৃত‌্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে পরিবারের উপর অভিমান থেকেই এই ঘটনা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ