Advertisement
Advertisement
Hasimara Air Base

মানসিক অবসাদ! হাসিমারা বায়ুসেনা ঘাঁটিতে ‘আত্মঘাতী’ জওয়ান

ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

Jawan suicides in air force base at hasimara west bengal
Published by: Kousik Sinha
  • Posted:September 10, 2025 6:49 pm
  • Updated:September 10, 2025 7:10 pm  

রাজ কুমার, আলিপুরদুয়ার: হাসিমারা বায়ুসেনা ঘাঁটিতে চাঞ্চল্য। কর্তব্যরত অবস্থায় ‘আত্মঘাতী’ বায়ুসেনার এক জওয়ান। মৃত ওই জওয়ানের নাম পুলতিক তাক। নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে ওই জওয়ান ‘আত্মঘাতী’ হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

Advertisement

ঘটনার পরেই মৃত ওই জওয়ানের দেহ নিয়ে আসা হয় আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতালে। কীভাবে এই ঘটনা তা এখনও স্পষ্ট নয়। মানসিক অবসাদ থেকে এই ঘটনা নাকি অন্য কিছু তা স্পষ্ট নয়। ঘটনায় মুখে কুলুপ এঁটেছেন বায়ুসেনার আধিকারিকরা।

 জানা গিয়েছে, কর্তব্যরত অবস্থায় থাকাকালীন ওই জওয়ান এই ঘটনা ঘটান। তবে কোন সময়ে ঘটেছে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। ঘটনা প্রসঙ্গে আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতালে সুপার ডা: পরিতোষ মণ্ডল জানিয়েছেন, ”জওয়ানের বুকে গুলি লেগেছে। আর তা একেবারে এফোঁড়-ওফোঁড় করে দেয়। ফলে শরীরে গুলি পাওয়া যায়নি।”

এই প্রসঙ্গে ডাক্তারবাবু আরও জানিয়েছেন, ”মৃত ওই জওয়ান সম্ভবত বায়ুসেনা ঘাঁটিতে নিরাপত্তার দায়িত্বে ছিলেন।” যদিও বায়ুসেনার তরফে এই বিষয়ে কিছু জানানো হয়নি। জানা যায়, ময়নাতদন্ত শেষে মৃত জওয়ানের দেহ ফের বায়ুসেনার হাতেই তুলে দেন হাসপাতাল কর্তৃপক্ষ। বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ বায়ুসেনা ঘাঁটি এই হাসিমারা। কৌশলগত দিক থেকে এই ঘাঁটি খুবই গুরুত্বপূর্ণ। সেখানে এই রকম ঘটনা ঘটায় আতঙ্ক ছড়িয়েছে। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement