Advertisement
Advertisement
Economy

এগিয়ে বাংলা, দেশের পাঁচ সেরা অর্থনীতির অন্যতম বাংলা! ঘোষণা রাজ্যের পরিবহণ মন্ত্রীর

দেশের বেকারত্বের হার ৭.৯৩ শতাংশ হলেও বাংলায় তা ৪.১৪ শতাংশ।

Industry-led growth pushes West Bengal to the top 5 economy of the country
Published by: Biswadip Dey
  • Posted:August 12, 2025 8:45 pm
  • Updated:August 12, 2025 8:45 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৪-২৫ সালে দেশের শিল্পখাতে বৃদ্ধি যেখানে গড়ে ৬.২ শতাংশ, সেখানে বাংলায় তা ৭.৩ শতাংশ। কেবল তাই নয়, যেখানে ২০২৫ সালের জানুয়ারিতে দেশের বেকারত্বের হার ৭.৯৩ শতাংশ, সেখানে বাংলায় তা ৪.১৪ শতাংশ। পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এদিন এমন তথ্যই তুলে ধরলেন সিআইআই ইস্টার্ন রিজিয়ন আয়োজিত লগিস ২০২৫-এ বক্তব্য রাখার সময়।

Advertisement

এদিন তাঁকে বলতে শোনা যায়, উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবে পশ্চিমবঙ্গের কৌশলগত গুরুত্ব অপরিসীম। তিনি উল্লেখ করেন দেশের তৃতীয় বৃহত্তম সড়ক যোগাযোগ ব্যবস্থা রয়েছে বাংলায়। তিনি আরও উল্লেখ করেন যে, কলকাতা এবং হলদিয়া বন্দরগুলি গুরুত্বপূর্ণ সামুদ্রিক কেন্দ্র হিসেবে কাজ করে এবং ভারতের জাতীয় জলপথের ১৬% এই রাজ্যের মধ্যেই অবস্থিত। পাশাপাশি তিনি উল্লেখ করেন কলকাতা ও বাগডোগরার আন্তর্জাতিক বিমানবন্দর এবং অন্ডালে গ্রিনফিল্ড বিমানবন্দরেরও। দেশের সর্বোচ্চ পাঁচ অর্থনীতির মধ্যে বাংলার কথা তিনি উল্লেখ করেন।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরের বর্তমান চেয়ারম্যান রথেন্দ্র রমণ, টাটা স্টিল লিমিটেডের অন্যতম কর্ণধার শান্তনু ভার্মা, পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মুখ্য সচিব ও হিডকোর ভাইস চেয়ারম্যান এইচ কে দ্বিবেদী, দেবাশিস দত্ত, ইনফ্রা লিমিটেড ও সেঞ্চুরি পোর্টস লিমিটেডের ডিরেক্টর ও সিইও আশুতোষ জওসওয়াল প্রমুখ। দু’দিনের এই সম্মেলন ও প্রদর্শনীতে যোগ দিয়েছিলেন বহু আগ্রহী বিনিয়োগকারীরা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ