সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সকাল থেকেই মেঘলা আকাশ। সঙ্গে প্রবল বৃষ্টি। দুর্যোগ মাথায় করেই লোকসভা নির্বাচনের আগে বসিরহাটে সভা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। তবে দলীয় কর্মসূচিতে বৃষ্টি মানেই তৃণমূলের জয় নিশ্চিত, বলছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সে কথা বলতে গিয়ে নবজোয়ার কর্মসূচির কথা তুলে ধরেন তিনি।
সভামঞ্চে দাঁড়িয়ে অভিষেক বলেন, “নবজোয়ারে যখন বসিরহাটে এসেছিলাম এই মাঠেই ছিলাম। রাতে এই মাঠেই থেকেছিলাম। তখনও কোথায় কিছু নেই হঠাৎ বৃষ্টি নামে। রাতেও বৃষ্টি হয়েছিল।” এর পরই তাঁর সংযোজন, “বৃষ্টি মানে সর্বশক্তিমানের আশীর্বাদ। বৃষ্টি মানেই তৃণমূলের জয়ের সূচনা। বৃষ্টি মানেই তৃণমূলের জয়ের অপেক্ষা মাত্র।” উল্লেখ্য, এর আগেও তৃণমূলের একাধিক কর্মসূচিতে বৃষ্টি হয়েছে। লোকমুখে এটা প্রচলিত, বৃষ্টি মানেই তৃণমূলের কর্মসূচি সফল।
লোকসভা ভোটের আগে সন্দেশখালি ইস্যুতে কিছুটা হলেও চাপে রয়েছে রাজ্যের শাসক দল। এমন আবহে এদিনের সভায় জনসমাগম কতটা হয় তার দিকে নজর ছিল সকলের। নিন্দুকদের সমালোচনা উড়িয়ে মাঠ ছিল ভিড়ে ঠাসা।
এদিনের বৃষ্টিস্নাত আবহাওয়া উপেক্ষা করেই অভিষেকের সভায় জনজোয়ার। দুর্যোগের মধ্যেও কপ্টারে করে বসিরহাট হাই স্কুল ময়দানে নামেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে রওনা দেন বসিরহাট স্টেডিয়ামের দিকে। সেই মাঠও ছিল কাদায় ভরা। তবে তার পরেও সভা করেন তিনি। বৃষ্টি উপেক্ষা করে সভায় আসার জন্য দলীয় সমর্থক, কর্মীদের ধন্যবাদ দিয়েছেন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.