দিব্যেন্দু মজুমদার, হুগলি: কয়েকদিনের টানা বর্ষণে কার্যত বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে হুগলির বিভিন্ন এলাকায়। কয়েকদিনের বৃষ্টি ভয়াবহ আকার ধারণ করেছে গোঘাটের বিভিন্ন এলাকায়। বর্ষার জল বড় বড় দিঘি খাল ছাপিয়ে কালভার্টের উপর দিয়ে বইতে শুরু করেছে। আর এই প্রবল বর্ষণেই প্রাণ গেল এক ব্যবসায়ীর।
মঙ্গলবার রাতে গোঘাটের বিজলকোনা এলাকায় এক সোনা রুপোর ব্যবসায়ী নিখোঁজ হয়ে যান। রতন রায় নামের ওই ব্যবসায়ী দোকান বন্ধ করে বাড়ি না ফেরায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গ্রামবাসীদের অনুমান খালের জল কালভার্টের উপর দিয়ে বইছে আর সেই জলের স্রোতেই ভেসে গিয়েছেন রতন। গোঘাটের বেলুনদিঘির পাড়ে রতনবাবুর সোনা রুপোর দোকান আছে। প্রতিদিনের মতো রাত সাড়ে আটটায় দোকান বন্ধ করার পর নিজের বাইকে বিজলকোনায় বাড়ি ফিরছিলেন ওই স্বর্ণ-ব্যবসায়ী। বাড়ি ফেরার পথে দেবখালের উপর কলভার্ট পার হতে হয়। কিন্তু বর্ষায় দেবখালের জল কালভার্টের উপর দিয়ে বইছে। অনুমান কালভার্টের উপর দিয়ে আসার সময় খালের প্রবল জলস্রোতে বাইক নিয়ে ভেসে গিয়েছেন রতনবাবু।
বুধবার সকাল থেকেই দেব খালে ডুবুরি নামিয়ে তল্লাশি চালানো শুরু হয়। বেলা বাড়ার সাথে এনডিআরএফের একটি দল ও প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা দপ্তরের একটি দল স্পিডবোট নিয়ে খালে তল্লাশি চালায়। তল্লাশিতে রতনবাবুর বাইকটি উদ্ধার করে। বুধবার সন্ধ্যা পর্যন্ত দুটি স্পিড বোটে করে তল্লাশি চালানো হলেও রতনবাবুর কোনও সন্ধান পাওয়া যায়নি। অন্যদিকে এই ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। তাদের আশঙ্কা যেভাবে নদী ও খালের জল বাড়ছে তাতে আগামী দুদিন এরকম বর্ষা হলে বহু গ্রামেই প্লাবন দেখা দেবে। তার উপর বাড়ছে সাপের উপদ্রব। রাতের অন্ধকারে অনেকেই প্রয়োজন পড়লেও বাড়ির বাইরে বেরোতে ভয় পাচ্ছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.