Advertisement
Advertisement

Breaking News

Hooghly

স্বামীকে খুনের পর জমির নলকূপের গর্তে দেহ লোপাট স্ত্রীর! দেড় মাস পর উদ্ধার দেহ

লাগাতার স্বামীর অত্যাচারে বিরক্ত হয়ে চরম সিদ্ধান্ত?

Hooghly man allegedly killed by wife
Published by: Tiyasha Sarkar
  • Posted:June 23, 2025 2:04 pm
  • Updated:June 23, 2025 2:38 pm  

সুমন করাতি, হুগলি: স্বামীকে খুনের পর জমির নলকূপের গর্তে দেহ লোপাট স্ত্রীর! দেড় মাস পর উদ্ধার দেহ। হাড়হিম কাণ্ডের সাক্ষী হুগলির চণ্ডীতলা। ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। ইতিমধ্যেই যুবকের স্ত্রী-সহ চারজনকে এই ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গিয়েছে, হুগলির চণ্ডিতলা থানার মশাট এলাকার বাসিন্দা রবীন রুইদাস। বেশ কিছুদিন ধরে স্ত্রীর সঙ্গে শ্বশুরবাড়িতে থাকতেন তিনি। মাস দেড়েক আগে আচমকা উধাও হয়ে যান যুবক। মৃতের পরিবারের তরফে থানায় নিখোঁজের ডায়েরি হয়। তদন্ত শুরু করে পুলিশ। এরপরই যুবকের স্ত্রীর ভূমিকায় সন্দেহ দানা বাঁধে পুলিশের মনে। তাকে জেরা করতেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, স্ত্রী অপর্ণাই খুন করে রবীনকে। এরপর বোনের স্বামীর টোটোয় বাড়ি থেকে বের করা হয় দেহ। প্রমাণ লোপাটে ফেলে দেওয়া হয় এলাকার চাষের জমির নলকূপের গর্তে। ইতিমধ্যেই অপর্ণা-সহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলশ। কিন্তু কেন এই নারকীয় কাণ্ড?

পুলিশ সূত্রের খবর, রবীন নাকি বিয়ের পর থেকেই স্ত্রীর উপর অত্যাচার করত। এক পর্যায়ে অপর্ণা বাপের বাড়ি চলে যায়। কিন্তু তাতেও অত্যাচার কমেনি। এরপর শ্বশুরবাড়িতে থাকতে শুরু করেন রবীন। অনুমান, অত্যাচারের জেরে বিরক্ত হয়েই ভয়ংকর সিদ্ধান্ত নেন বধূ। তবে নেপথ্যে অন্য কোনও রহস্য রয়েছে কি না, তা নিয়ে ধোঁয়াশা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement