Advertisement
Advertisement
Hilsa

বৃষ্টি কমতেই সমুদ্রমুখী মৎস্যজীবীরা, চাঙ্গা হতে পারে ইলিশ-বাজার

ভরা বর্ষায় বাঙালির পাত ঝলমলিয়ে উঠতে পারে সাগরের রুপোলি ফসলের ঝলকানিতে।

Hilsa supply may be increase in West Bengal's market
Published by: Sayani Sen
  • Posted:August 3, 2025 8:22 am
  • Updated:August 3, 2025 8:22 am   

স্টাফ রিপোর্টার, কলকাতা ও ডায়মন্ডহারবার: দক্ষিণবঙ্গে বৃষ্টি কমছে। ইলিশের আশায় ট্রলার নিয়ে ফের সাগরে পাড়ি জমিয়েছেন মৎস্যজীবীরা। ফলে সপ্তাহের শুরুতে রাজ্য জুড়ে ইলিশের বাজার ফের চাঙ্গা হবে বলে আশা করছেন মৎস্য ব্যবসায়ীরা। ভরা বর্ষায় বাঙালির পাত ঝলমলিয়ে উঠতে পারে সাগরের রুপোলি ফসলের ঝলকানিতে।

Advertisement

Hilsa

বস্তুতই ক্যালেন্ডারে শ্রাবণ মাস মানে ইলিশের ভরা মরশুম। এই সময় চকচকে ইলিশে সেজে ওঠে মাছ বাজার কিন্তু এবার অর্ধেক শ্রাবণ উতরে গেলেও বাজারে ইলিশের খরা। অন্য দিকে পরের পর নিম্নচাপের ঠেলায় উত্তাল হয়ে ওঠা গভীর সমুদ্রে যেতে পারছিলেন না মৎস্যজীবীরা। আবহাওয়াজনিত কারণে সমুদ্রে ইলিশের দেখাও সে ভাবে মিলছিল না। তবে এখন হাওয়া বদল হচ্ছে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, এই মুহূর্তে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বরং বৃষ্টিপাতের পরিমাণ ক্রমশ কমবে। এবং পরিস্থিতি বদলাতেই ইলিশ ধরার তোড়জোড় শুরু হয়েছে জোরকদমে। কলকাতার বাজারে ইলিশের জোগান আসে মূলত দক্ষিণ ২৪ পরগনায় ফ্রেজারগঞ্জ, কাকদ্বীপ, নামখানা থেকে।

Hilsa production hits seven-year low in Bangladesh

গত ১৬ জুন ২৫ টন ইলিশ নিয়ে ফিরেছিল কাকদ্বীপ, নামাখানার ট্রলারগুলি। তারপর দেড়মাস ইলিশের জোগানে টান ছিল। গত মঙ্গলবার দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মধ্যেও ৪০০ টন ইলিশ নিয়ে ফেরেন মৎস্যজীবীরা। সেই সময় খারাপ আবহাওয়ার কারণে অনেকেই তড়িঘড়ি সমুদ্র থেকে ফিরে আসেন। সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী কল্যাণ সমিতির সম্পাদক সতীনাথ পাত্র বলেন, সমুদ্রে এখন ইলিশের আকাল চলছে। গত কয়েক দিনের খারাপ আবহাওয়া ও মরা কটালের জেরে ইলিশের দেখা মেলেনি।

Prices of hilsa fishes decreased in Murshidabad

মোহনাতেও ইলিশের ঝাঁক আসেনি। উপরন্তু মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা ছিল। সব মিলিয়ে বাজারে ইলিশের ঘাটতি দেখা দিয়েছে। তবে দুর্যোগ সরে যাওয়ায় বুধবার থেকে মৎস্যজীবীরা ফের সমুদ্রমুখী হয়েছেন। ইলিশের আশায় ট্রলার নিয়ে সমুদ্রেই রয়েছেন তাঁরা। আগামী সোম-মঙ্গলবার নাগাদ ট্রলারগুলি বন্দরে ভিড়বে। মৎস্যজীবীদের আশা, খালি ট্রলার ফিরবে না। সাগর থেকে যথেষ্ট পরিমাণ রুপোলি শস্য বোঝাই করেই আসবে। সুতরাং আগামী সপ্তাহে বাজারে ইলিশের জোগান কিছুটা হলেও বাড়ার যথেষ্ট আশা। ইলিশপ্রেমীদের মুখে হাসি ফুটবে।

Hilsa of Padma is selling in huge price in Bangladesh

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ