Advertisement
Advertisement
Halishahar

পরকীয়ায় জড়িয়েছেন স্ত্রী! স্রেফ সন্দেহের বশে হালিশহরে বধূকে ‘খুন’ স্বামীর

পুলিশের জালে অভিযুক্ত।

Halishahar woman allegedly killed by husband

প্রতীকী ছবি

Published by: Tiyasha Sarkar
  • Posted:June 10, 2025 3:02 pm
  • Updated:June 10, 2025 3:02 pm   

অর্ণব দাস, বারাকপুর: পরকীয়ায় জড়িয়েছেন স্ত্রী! এই সন্দেহেই ভয়ংকর কাণ্ড। টালি সরিয়ে ঘরে ঢুকে স্ত্রীকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ায়। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার কঠোরতম শাস্তির দাবিতে সরব পরিবারের সদস্যরা।

Advertisement

জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ার বাসিন্দা জ্য়োৎস্না মণ্ডল। স্বামী, ছেলে-বউমাকে নিয়ে সংসার তাঁর। জানা যাচ্ছে, বরাবরই মহিলাকে সন্দেহ করতেন তাঁর স্বামী উজ্জ্বল। তা নিয়ে অশান্তিও লেগেই থাকত। এক পর্যায়ে বাড়ি ছাড়ে উজ্জ্বল। ছেলে-বউমার সঙ্গে থাকতেন মহিলা। সূত্রের খবর, সোমবার তাঁদের বাড়িতে অনুষ্ঠান ছিল। তাও নাকি ভালোভাবে নেয়নি উজ্জ্বল। অনুষ্ঠান শেষ হতে রাত হয়। দেড়টা নাগাদ ঘুমতে যান সকলে।

মঙ্গলবার সকালে জোৎস্নাদেবীর পুত্রবধূ ঘুম থেকে উঠে দেখেন, শাশুড়ির সাড়াশব্দ নেই। এরপরই দেখতে পান, শাশুড়ির গলার নলিকাটা। বিছানায় রক্ত। সঙ্গে সঙ্গে মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপরই খবর দেওয়া হয় থানায়। পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে। মৃতার বউমা জানান, শ্বশুর ভোররাতে টালি খুলে ঘরে ঢুকেছিল। স্ত্রী কে খুন করে একইপথে আবার ফিরে যায়। অভিযুক্তের ফাঁসির শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ