সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঝসমুদ্রে প্রযুক্তির প্রদর্শনে নয়া কৃতিত্ব অর্জন করল হলদিয়া পেট্রোকেমিক্যালস। গত সোমবার সৈকত থেকে ৭০ নটিক্যাল মাইল দূরত্বে প্রথমবার ‘ন্যাপথা’ ট্রান্সফার করা হল জাহাজ থেকে জাহাজে। প্রায় ২৩ হাজার ম্যাট্রিক টন ন্যাপথা এক জাহাজ থেকে অন্য জাহাজে পাঠানো হল।
উল্লেখ্য, বাংলায় আবার লগ্নি করছে হলদিয়া পেট্রোকেমিক্যালস। ২০২২-২৩ অর্থবর্ষে ৯৯৯ কোটি টাকা লাভের মুখ দেখেছে সংস্থাটি। এবার নয়া প্রোডাকশন লাইন গড়তে বিপুল বিনিয়োগ করতে পরিকল্পনা করছে তারা। ৩ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে পারে হলদিয়া পেট্রোক্যাম।
২০১৪ সালে বড়সড় সমস্যায় পড়তে হয়েছিল সংস্থাটিকে। কিন্তু ম্যানেজমেন্টের পরিবর্তনের পর রাতারাতি ঘুরে দাঁড়িয়েছিল তারা। চ্যাটার্জি গ্রুপের হাতে দায়িত্বভার যাওয়ার পরে নতুন নতুন ক্ষেত্রে যেমন বিনিয়োগ করা হয়েছে, তেমনই রাসায়নিকের মতো ক্ষেত্রে বাণিজ্যে বিপুল উন্নতি হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.