Advertisement
Advertisement
Guskara

প্রেমিকের সঙ্গে লং ড্রাইভে স্ত্রী! গুসকরায় মাঝপথে আটকাল স্বামী, তারপর…

জানা গিয়েছে, পরকীয়া নিয়ে নিত্যদিন দাম্পত্য অশান্তি লেগেই থাকত তাঁদের।

Guskara man allegedly beaten wife and her boyfriend
Published by: Sayani Sen
  • Posted:August 2, 2025 5:48 pm
  • Updated:August 2, 2025 5:48 pm   

ধীমান রায়, কাটোয়া: পরকীয়া ঘিরে ধুন্ধুমার পূর্ব বর্ধমান জেলার গুসকরা শহরে। প্রেমিকের সঙ্গে চারচাকা গাড়িতে চড়ে কোথাও যাওয়ার পরিকল্পনা করেছিলেন গৃহবধূ। স্বামীর আগে থেকেই সন্দেহ ছিল। তক্কে তক্কে ছিলেন তিনি। হাতেনাতে ধরেও ফেলেন। তারপর স্ত্রী ও তার প্রেমিককে ধরে বেদম মারধর শুরু করেন।

Advertisement

শুক্রবার রাত পৌনে আটটা নাগাদ গুসকরা শহরের রেলস্টেশনের কাছে এই ঘটনা ঘটে। এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে আসে পুলিশও। তবে কোনও পক্ষই পুলিশের কাছে অভিযোগ দায়ের না করায় পুলিশ পরিস্থিতি থে থাম করে দিয়ে চলে যায়। জানা গিয়েছে, ওই বধূ গুসকরা পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তথা প্রাক্তন ভাইস চেয়ারম্যান। বছর আটেক আগে বিয়ে হয়েছিল। ৬ বছরের এক সন্তান রয়েছে। বধূর স্বামীর দাবি, মেমারি এলাকার এক যুবকের সঙ্গে পরকীয়ায় জড়িয়েছিলেন তাঁর স্ত্রী। তা নিয়ে আগে সতর্ক করলেও ভ্রূক্ষেপ করেননি।

মেমারির ওই যুবকের সঙ্গে প্রাক্তন কাউন্সিলর বধূ কোথাও যাওয়ার চেষ্টা করছিলেন। তখনই চারচাকা গাড়িটি আটকে দেন বধূর স্বামী। তারপর দুজনকেই মারধর শুরু করেন। প্রচুর লোকজন জড়ো হয়ে যায়। তারপর স্থানীয়রাই পরিস্থিতি নিয়ন্ত্রণ করে দেন। স্বামী স্ত্রী আলোচনায় বসে মিটমাট করার প্রস্তাব দেন কেউ কেউ। তবে বধূর দাবি তিনি আর স্বামীর সঙ্গে থাকবেন না। তার প্রেমিককে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ