Advertisement
Advertisement
Gas

আচমকা গ্যাস থেকে গলগল করে বেরচ্ছে জল! তারপর…?

শোরগোল দেগঙ্গার কার্তিকপুরে।

Gas cylinder allegedly filled with water north 24 pargana
Published by: Tiyasha Sarkar
  • Posted:May 24, 2025 8:00 pm
  • Updated:May 24, 2025 8:38 pm   

অর্ণব দাস, বারাসত: দিন পনেরো ঠিকঠাকই রান্না হচ্ছিল গ্যাসে। কিন্তু শনিবার হঠাৎই গ্যাস বেরোনো বন্ধ হয়ে যাওয়ায় সন্দেহ হয় হোটেল মালিকের। তারপর মিস্ত্রি ডাকতেই দেখা যায়, সিলিন্ডার থেকে গ্যাসের পরিবর্তে বের হচ্ছে জল! ঘটনাকে কেন্দ্র করে শোরগোল দেগঙ্গার কার্তিকপুর বাজার এলাকায়।

Advertisement

দেগঙ্গার কার্তিকপুর বাজার এলাকায় দীর্ঘদিন ধরেই একটি খাবারের দোকান চালান স্থানীয় বাসিন্দা কৃষ্ণাপানি বসু। বুক করার পর গত ১০মে ডিস্ট্রিবিউটারের অফিস থেকে তাঁর দোকানে ভর্তি গ্যাস সিলিন্ডার দেওয়া হয়েছিল। দিন পনেরো ওই সিলিন্ডার ব্যবহার করেই দোকানের রান্না হচ্ছিল। রবিবার সকালে বাঁধে গোল। দোকান খুলে সবে রুটি সেঁকছেন, তখনই আচমকাই গ্যাস বেরনো বন্ধ হয়ে যায়। সিলিন্ডার নাড়াচাড়া দিলে মহিলা বুঝতে পারেন ভারী।

এরপর পরিচিত এক মিস্ত্রিকে ডেকে আনেন তিনি। প্রথমে রেগুলেটর পালটানো হয়। তবুও গ্যাস না বেরোনোয় সিলিন্ডার কাত করতেই দেখা যায়, গ্যাসের পরিবর্তে গলগল করে বের হচ্ছে জল। অবাক এই কাণ্ড দেখতে জড়ো হয়ে যান আশেপাশের লোকেরা। তৎক্ষণাৎ বিষয়টি ডিস্ট্রিবিউটারের অফিসে জানানো হলে নতুন একটি গ্যাস সিলিন্ডার পাঠানো হয়। দোকান মালিক কৃষ্ণাপানি বসু বলেন, “এমন ঘটনা আগে কখনও ঘটেনি। এরজন্য সকালের দিকে পুরো ব্যবসাটাই বন্ধ রাখতে হয়েছিল। ব্যাপক হয়রানির মুখে পড়তে হয়েছে।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ